Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হলিউডের নায়িকাকে নকল করতেই প্লাস্টিক সার্জারি করালেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী, নেটদুনিয়ায় কটাক্ষের শিকার অভিনেত্রী।

Updated :  Saturday, April 2, 2022 1:49 PM

বলিউডের অভিনেত্রী হিসেবে প্রবেশ করার পর এমন অনেক বলি ডিভারাই রয়েছেন যারা নিজেদের আরো সুন্দর করে তোলার জন্য বিভিন্নধরনের থেরাপি কিংবা প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়ে থাকেন। এবার সেই তালিকায় শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুরের নাম উঠে এলো। আর সেই প্রেক্ষিতেই নেটদুনিয়ায় কটাক্ষও হলেন অভিনেত্রী। কটাক্ষকারীদের একাংশের দাবি অভিনেত্রী হলিউডের এক অভিনেত্রীকে হুবহু নকল করেছেন। আর সেই নকল করতে গিয়েই কটাক্ষের ফাঁদে জাহ্নবী কাপুর।

হলিউডের নায়িকাকে নকল করতেই প্লাস্টিক সার্জারি করালেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী, নেটদুনিয়ায় কটাক্ষের শিকার অভিনেত্রী।

বলিউডের কোনো একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিলভার রঙের চকচকে স্লিভলেস ও ব্যাকলেস লং পোশাকে দেখা গিয়েছে। মাথায় বেঁধেছিলেন একটি পনি। এই পোশাকে ঐ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্যামেরার সামনেই পোজ দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই কটাক্ষের শিকার হয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রামের পাতাতেও এই পোশাকে একাধিক ছবি শেয়ার করেছেন জাহ্নবী কাপুর। কিন্তু তার পোশাক কিংবা শরীরের গঠন দেখে মনে হয়েছে তিনি হলিউডের রেড কার্পেটের অভিনেত্রী কিম’কে হুবহু নকল করেছেন, আর যার জন্যই নেটিজেনদের একাংশের মাঝে একাধিক কটাক্ষজনক মন্তব্য শুনতে হয়েছে তাকে। তবে এই প্রসঙ্গে কোনোরকম প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী।

হলিউডের নায়িকাকে নকল করতেই প্লাস্টিক সার্জারি করালেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী, নেটদুনিয়ায় কটাক্ষের শিকার অভিনেত্রী।

উল্লেখ্য, জাহ্নবী কাপুর অভিনেত্রী হিসেবে বলিউডে নিজের পাকাপাকি জায়গা করে ফেলেছেন। তার একাধিক কাজ রয়েছে মুক্তির অপেক্ষায়। বর্তমানে তিনি অন্যতম ব্যস্ত অভিনেত্রী। আনন্দ এল রাইয়ের ‘গুড লাক জেরি’, ‘দোস্তানা ২’ ছাড়াও কারাণ জোহারের ‘তখত’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা মিলবে অভিনেত্রীর। ধর্মা প্রোডাকশনের ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-তে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা মিলবে তার। উল্লেখ্য, চলতি বছরের ৭’ই অক্টোবর শরণ শর্মা পরিচালিত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ মুক্তি পেতে চলেছে। নীতেশ তিওয়ারির নতুন ছবি ‘বাওয়াল’এ বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা মিলবে জাহ্নবীর। এছাড়াও জানা গেছে, ‘মিলি’ ছবির শুটিং ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন অভিনেত্রী। এই ছবিতেই প্রথমবার নিজের বাবা বনি কাপুরকে প্রযোজনায় সহযোগিতা করেছেন অভিনেত্রী।

হলিউডের নায়িকাকে নকল করতেই প্লাস্টিক সার্জারি করালেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী, নেটদুনিয়ায় কটাক্ষের শিকার অভিনেত্রী।