Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

IPL 2022: ‘মেরা দেশ বাদল রাহা হ্যায়’, খেলা দেখতে এসে চুম্বন দুই দর্শকের

Updated :  Thursday, April 7, 2022 4:07 PM

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ পুণের মাঠে খেলায় ব্যস্ত গুজরাত টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস। আর সেখানেই ক্যামেরার চোখে ধরা পড়লো ছোট্টৌ প্রেমের কাহিনী। আইপিএলের দশম ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী সংস্থার ক্যামেরার নজর ঘুরে গেল দর্শকের দিকে। দর্শক আসনে চুম্বনরত দুই তরুণ-তরুণী। আর সেই ছবিই দেখাচ্ছে সম্প্রচারকারী সংস্থার ক্যামেরা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেঈ নেট প্রেমীরা নানা মজার কমেন্ট করেছে। এক জন লিখেছেন, ‘মেরা দেশ বাদল রাহা হ্যায়’।

আইপিএলে গুরুত্বপূর্ণ ওই অংশ ক্যামেরাবন্দী করা কর্মী এখন আলোচনার কেন্দ্রে। ম্যাচ চলমান রত অবস্থায় যুগলের চুম্বনের দৃশ্য নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু হয়ে যায় সেই চিত্রগ্রাহককে নিয়ে। কেউ লেখেন, ‘চুমু খাওয়ার ছবি তোলার জন্য ক্যামেরা রেখেছে আইপিএল।’ কেউ লিখেছেন, ‘চিত্রগ্রাহককে বলছি, ‘এটা তো বেশ ভাল।’

আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের গুরুত্বপূর্ণ ওই ম্যাচে গুজরাতের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস হেরে যায় ১৪ রানে। শুভমন গিল ৪৬ বলে ৮৪ রান করেন। প্রথমে ব্যাট করে ১৭১ রান তোলে গুজরাত। ব্যাট করতে নেমে দিল্লির ইনিংস শেষ হয়ে যায় ১৫৭ রানে। ঋষভ পন্থ করেন ২৯ বলে ৪৩ রান। শামি দু’টি উইকেট নিয়েছেন। গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আয়োজিত হওয়া ম্যাচ তিনদিন উত্তীর্ণ হয়েছে। পারে প্রেমিক-প্রেমিকার যুগলবন্দি ভিডিও-র জন্য এখনও আলোচনার শীর্ষে অবস্থান করছে আইপিএলের ওই ম্যাচটি।