Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৯০ এর দশকের হট অভিনেত্রী মমতা কুলকার্নি এখনো কেমন দেখতে? দেখে নিন তার লেটেস্ট ছবি

Updated :  Friday, April 8, 2022 4:21 PM

বলিউডের সবথেকে জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় একজন হলেন মমতা কুলকার্নি। তিনি ৯০ এর দশকের একজন দমদার অভিনেত্রী ছিলেন এবং সেই যুগে তিনি বলিউডের একাধিক ভালো ভালো ছবিতে দাপটের সাথে অভিনয় করেছিলেন। নিজের স্টাইলিশ এবং গ্ল্যামারাস লুকের জন্যেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন একটা সময়ে। তবে তারপর থেকে তিনি বলিউড থেকে অনেকটাই সরে যান। এখন তার বয়স ৪৯ বছর। তবে এখনও তিনি একই রকম গ্ল্যামারাস আছেন এবং তিনি নিজের যৌবন ধরে রেখেছেন এখনো।

৯০ এর দশকের হট অভিনেত্রী মমতা কুলকার্নি এখনো কেমন দেখতে? দেখে নিন তার লেটেস্ট ছবি

সোশ্যাল মিডিয়ায় এখন তার একাধিক ছবি বেশ জনপ্রিয় হতে শুরু করেছে এখন। তার ভক্তরা তার ছবি শেয়ার করছেন এবং অনেকেই তার এই লুকের জন্য তার প্রতি এখনো বেশ আকৃষ্ট। এই সব ছবিতে তিনি এখনো আগের মতই সুন্দর দেখতে লাগছেন। আপনাদের জানিয়ে রাখি, তিনি কিন্তু করণ অর্জুন ছবিতে শাহরুখ খান এবং সলমন খানের সঙ্গে একসাথে অভিনয় করেছিলেন। এই ছবিতে তার সঙ্গে সলমন খানের জুটি দারুন জনপ্রিয়তা পেয়েছিল একটা সময়ে।

এই সিনেমার দুজনের জুটির একাধিক গান এখনো দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। তারা মাঝে মধ্যেই এই ধরনের গানের ভিডিও শেয়ার করেন। ইউটিউবে এখনো তাদের ভিডিও তুমুল জনপ্রিয়। তবে তার কেরিয়ারের একদম পিক সময়ে তিনি কেনো বলিউড থেকে সরে যান, সেই বিষয়টা এখনো অনেকের কাছেই অজানা। তবে তিনি তারপর নিজের একটা আলাদা জগৎ তৈরি করে ফেলেন এবং তিনি বলি দুনিয়া থেকে সরে গিয়ে একেবারে সাধারণ জীবন যাপন শুরু করেন।

৯০ এর দশকের হট অভিনেত্রী মমতা কুলকার্নি এখনো কেমন দেখতে? দেখে নিন তার লেটেস্ট ছবি

২০ এপ্রিল ১৯৭২ সালে মমতা কুলকার্নির জন্ম হয়েছিল এবং ১৯৯২ সালে তিনি তিরঙ্গা ছবির মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেন। এরপরে আশিক আওয়ারা, সবসে বড়া খিলাড়ি, করণ অর্জুন, চায়না গেট, বাজির মত ছবিতে তাকে আমরা দেখেছি অভিনয় করতে। ২০০২ সালের সিনেমা কভি তুম কভি হম ছবির পরে তিনি বলি দুনিয়াকে বিদায় জানান। তারপর থেকে আর কখনো কোনো সিনেমায় আমরা তাকে দেখিনি।