Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সমুদ্র সৈকতে ‘জলপরী’র সাথে তথাগত, নেটপাড়ায় তুমুল চর্চা

Updated :  Saturday, April 30, 2022 7:07 PM

বিগত কয়েকমাস ধরেই তথাগত ও বিবৃতি মিডিয়াতে চর্চায় রয়েছেন। মাঝে শোনা যাচ্ছিল, বিবৃতির জন্যই দেবলীনা ও তথাগতর সুখী সংসারে ভাঙন ধরেছে। সম্প্রতি নিজের ‘জলপরী’র সাথে সমুদ্রসৈকতে একান্তে সময় কাটাচ্ছেন অভিনেতা। পাশাপাশি নিজের ভালোবাসার মানুষের উপস্থিতির কথা শুধুমাত্র পায়ের ছবি শেয়ার করে জানালেন বিবৃতিও। তবে কি একসাথেই সময় কাটাচ্ছেন তথাগত-বিবৃতি? প্রশ্ন উঠছে।

‘ভটভটি’ ছবির শুটিংয়ের সময় থেকেই ছবির পরিচালক তথাগত মুখার্জ্জীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জী। তার জন্যই দেবলীনা ও তথাগতর সুখী দাম্পত্যে ভাঙন ধরেছে এমন কথা মিডিয়াতে শোনা গিয়েছে বারবার। তবে এখনো পর্যন্ত একবারের জন্যেও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি তারা। এখনই নিজেদের সম্পর্কের ব্যাপারে মুখ খুলতে নারাজ এই জুটি।

সম্প্রতি বিবৃতি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে পায়ে পায়ে হেঁটে যেতে দেখা যাচ্ছে দুজনকে। একজোড়া পা ছেলেদের এবং অন্যটি মেয়েদের, তা দেখেই স্পষ্ট হয়েছে। পাশাপাশি ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বলিউডের জনপ্রিয় ছবি ‘পিকে’র ‘চার কাদম’ গানটি চলছিল। বোঝাই যাচ্ছিল তিনি সমুদ্র সৈকতে একেবারে একান্তে সময় কাটিয়েছেন তার ভালোবাসার মানুষের সাথে। তবে তিনি কে! তা এখনও পর্যন্ত রহস্যই রেখেছেন বিবৃতি।

এছাড়াও আরও একটি ছবি শেয়ার করেছেন, যেখানে বালি মাখা দুটি পায়ের দেখা মিলেছে। যাদের পা হালকাভাবে ছুঁয়ে গিয়েছে সমুদ্র। পাশাপাশি তথাগতও তার রহস্যময়ীর একটি কোলাজ শেয়ার করে নিয়েছেন। যার সাথে বিবৃতির একাধিক মিল পেয়েছেন নেটিজেনরা। তবে তার মুখ স্পষ্ট নয় ছবিগুলিতে। এই কোলাজ শেয়ার করে তথাগত ক্যাপশনে লিখেছেন, “জলপরী ওড়ে কিছু ম্যাজিক প্রহরে”। তবে এই ‘জলপরী’ কি বিবৃতি চ্যাটার্জী? তা এখনও খোলাসা করেননি অভিনেতা-পরিচালক নিজেও।

উল্লেখ্য, মিডিয়ার তরফ থেকে অভিনেত্রীকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়াতে বিশেষ কথা বলতে নারাজ তিনি। এই মুহূর্তে নিজের ব্যক্তিগত জীবনটাকে একেবারেই ব্যক্তিগত হিসেবেই রাখতে চান বিবৃতি। সময় হলে সকলেই সবটা জেনে যাবেন, হাবেভাবে এমনটাই বুঝিয়ে দিয়েছেন তিনি। তবে আপাতত, রীতিমতো চর্চায় এই তারকা জুটি।