Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Avneet Kaur: ২০ বছর বয়সে সাহসিকতার সীমা অতিক্রম করলেন এই অভিনেত্রী, ব্রা পরে বাইরে বেরলেন

Updated :  Friday, July 1, 2022 8:07 PM

অভনীত কৌর হিন্দি টেলিভিশন জগতের একটি পরিচিত মুখ। মাত্র ২০ বছর বয়সেই অভিনেত্রী হিসেবে সাফল্য অর্জন করেছেন তিনি। অনেক ছোট বয়সেই অভিনয় জগতের সাথে পরিচয় ঘটেছে তার। ২০১০ সালে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন তিনি। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ দিয়েই শুরু করেছিলেন তিনি। তবে মাঝপথে এই রিয়্যালিটি শো থেকে বাদ পড়ে যান অভনীত।

Avneet Kaur: ২০ বছর বয়সে সাহসিকতার সীমা অতিক্রম করলেন এই অভিনেত্রী, ব্রা পরে বাইরে বেরলেন

এরপর ২০১২’তে অভিনেত্রী হিসেবে ডেবিউ ঘটে তার। লাইফ ওকে চ্যানেলে ‘মেরি মা’ ধারাবাহিকে শিশুশিল্পী হিসেবেই দেখা মেলে তার। তখন থেকেই দর্শকমহলে শিশুশিল্পী হিসেবে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করে ফেলেছিলেন। তবে যতদিন গেছে অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গাটা আরও বেশি শক্ত করে তুলেছেন নিজেই। থেকে থেকেই চর্চায় থাকতে দেখা যায় এই অভিনেত্রীকে। সম্প্রতি নিজের বোল্ড লুকের জন্য চর্চায় অভনীত।

Avneet Kaur: ২০ বছর বয়সে সাহসিকতার সীমা অতিক্রম করলেন এই অভিনেত্রী, ব্রা পরে বাইরে বেরলেন

বর্তমানের তরুণ সাহসী অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতাতেও কম অ্যাক্টিভ নন তিনি। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা ৩২.১ মিলিয়ন ছাড়িয়েছে। অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটেও প্রায়ই অংশ নিতে দেখা যায় তাকে। আপাতত, দুবাইতে রয়েছেন অভিনেত্রী। সেখান থেকেই সম্প্রতি নিজের বেশ কিছু বোল্ড ছবি শেয়ার করে নিয়েছেন অভনীত।

Avneet Kaur: ২০ বছর বয়সে সাহসিকতার সীমা অতিক্রম করলেন এই অভিনেত্রী, ব্রা পরে বাইরে বেরলেন

নিজের ইনস্টাগ্রামের পাতায় একসাথে নিজের চারটি ছবি শেয়ার করে নিয়েছেন অভনীত। ছবিতে সাদা ব্রা কাটিং পোশাকে দেখা মিলেছে তার। পোশাকের নীচের অংশ ছিল গেরুয়া রঙের। পাশাপাশি সাদা মানানসই হাই হিলে দেখা মিলেছে অভিনেত্রীর। খোলা চুলে, সাথে একটি কালো রঙের ব্র্যান্ডেড ব্যাগ নিতে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি নিজের এই চারটি ছবি অভিনেত্রী ‘আন্দাজ দুবাই দ্যা প্লাম’ থেকেই শেয়ার করে নিয়েছেন। কখনো বসে, আবার কখনো দাঁড়িয়ে তুলেছেন ছবি। আপাতত, অভিনেত্রীর এই ছবিগুলি উষ্ণতা ছড়িয়েছে নেটমাধ্যমে। মুগ্ধ হয়েছেন অনুরাগীরাও। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তমহল। বলাই বাহুল্য, নিজের এই বোল্ড লুকের সূত্র ধরেই চর্চার আলোয় রয়েছেন তিনি।