Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Priya Prakash: ব্রা-লেস প্রিয়া! বেডরুমে বোল্ড ফটোশুট করেই ঘুম ওড়ালেন ভক্তদের, রইল ছবি

Updated :  Friday, July 15, 2022 9:18 AM

প্রিয়া প্রকাশ ভারিয়ার তার ভক্তদের মাঝে উইঙ্ক গার্ল নামেই পরিচিত। তিনি এক রাতের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তার ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। তেলেগু ও মালায়ালাম ছবিতে কাজ করতে দেখা যায় তাকে। গানের রেকর্ডিংয়ের পাশাপাশি মডেলিং দুনিয়াতেও তার বেশ নামডাক। সম্প্রতি নিজের বোল্ড লুকের খাতিরেই চর্চার আলোয় প্রিয়া প্রকাশ ভারিয়ার।

সম্প্রতি একটি বোল্ড ফটোশুটে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল তাকে। ছবিতে ব্রা-লেস, বোল্ড লুক ক্যারি করছিলেন প্রিয়া। তার চোখে-মুখে ছিল আবেদনের ছোঁয়া। হাবে ভাবে ছিল অগোছালো ভাব। ছবিতে প্রিয়া প্রকাশ ভারিয়ারকে একটি ঘরের মধ্যে বিছানার উপর বসে থাকতে দেখা গিয়েছে। তার পরনে ছিল লাল রঙের একটি ডিপনেক ক্রপটপ, যা ব্রা ছাড়াই পরেছিলেন তিনি। পাশাপাশি একটি প্লাজো প্যান্টে দেখা গিয়েছিল তাকে। খোলা চুলে ছিল একটা অগোছালো ভাব। এই পোশাকে নুড মেকাপ নিয়েছিলেন প্রিয়া। উল্লেখ্য, ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীর বুকের বাঁদিকের ট্যাটুটি ছিল দৃশ্যমান।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ প্রিয়া প্রকাশ ভারিয়ার। ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ৭.১ মিলিয়ন। সম্প্রতি তিনি নিজেই নিজের দুটি ছবি শেয়ার করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়ার পাতায়, যা মুহূর্তে ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে। আর সেই সূত্র ধরেই আপাতত চর্চায় তিনি। ছবি দেখেই স্পষ্ট হয়েছে তিনি কোন এক বোল্ড ফটোশুটের খাতিরেই এই ফটোশুট করেছেন। শুধুমাত্র ক্যামেরার সামনেই নয় বাস্তবেও যথেষ্ট স্টাইলিশ ও লাস্যময়ী তিনি। সেটা অবশ্য তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।

উল্লেখ্য, তার এই দুটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই অভিনেত্রীর বোল্ডনেস ঘুম উড়িয়েছে তার অধিকাংশ পুরুষ ভক্তের। ভক্তদের পাশাপাশি নেটনাগরিকরাও তার রূপের গুনে মুগ্ধ হয়েছেন। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রিয়া প্রকাশকে। সেইসমস্ত প্রশংসায় ভরা মন্তব্যের দেখা মিলবে অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলির কমেন্টবক্সে।