Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Nysa Devgan: অজয় দেবগনের ১৯ বছরের মেয়ে খুব সুন্দরী, চাবুক ফিগারের সামনে ব্যর্থ সবাই

Updated :  Thursday, July 21, 2022 10:02 AM

অজয় দেবগন ও কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও নিজেদের রসায়নের জন্য বেশ জনপ্রিয় তারা। শুরু থেকেই নিজেদের ছেলে-মেয়েকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন এই তারকা জুটি। পাপারাজিৎদের ক্যামেরা থেকে এখনো পর্যন্ত তাদের বেশ কিছুটা দূরেই রেখেছেন তারা। অজয় দেবগন ও কাজলকে এখন প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় তাদের মেয়ে নাইসার জন্য।

 

View this post on Instagram

 

A post shared by Nysa Devgan (@nysadevganx)

অজয় দেবগন ও কাজলের দুই সন্তান। মেয়ের নাম নাইসা ও ছেলে যুগ। নাইসার থেকে যুগ বয়সে ছোট অনেকটাই। সে নিজের বাবা-মায়ের সাথে মুম্বাইতেই থাকে। তবে পড়াশোনার খাতিরে বিদেশে থাকেন নাইসা। সেখানেই নিজের পড়াশোনা শেষ করছেন তিনি। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে তার। তবে সেই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Nysa Devgan (@nysadevganx)

পাপারাজিৎদের ক্যামেরা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ ১৯ বছর বয়সী নাইসা। প্রায়ই নিজের বন্ধুদের সাথে কাটানো একাধিক মুহূর্তের ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন তিনি। তবে বেশ কয়েকদিন আগে নিজের শেয়ার করা বেশকয়েকটি ছবির সূত্র ধরেই চর্চায় উঠে এসেছেন তিনি। ছবিতে নিজের দুই বন্ধুর সাথে দেখা দিয়েছেন কাজল কন্যা। ছবিতে হালকা গোলাপী রঙের, স্লিভলেস, ডিপনেক গাউনে দেখা গিয়েছে তাকে। স্কিনটাইট গাউনে তার ফিগার ছিল স্পষ্ট, যা নজর টেনেছে সকলেরই।

 

View this post on Instagram

 

A post shared by Orhan Awatramani (@orry1)

নেটমাধ্যমে নাইসা দেবগনের অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। প্রায় সকলেরই চোখ আটকেছে তার এই বোল্ড ছবিতে। খোলা চুলে, হালকা মেকাপে ছিলেন তিনি। তার সাথে গোলাপি রঙের ব্লেজার পরে যিনি ছিলেন তিনি ওরহান। এনার সাথে আগেও একাধিক ছবিতে দেখা মিলেছে নাইসার। তার আরেক বন্ধু বেদান্ত মহাজন ছিলেন কালো রঙের ব্লেজারে। সম্ভবত বিদেশের কোনো বড় রেস্তোরায় নৈশভোজের জন্য গিয়েছিলেন তারা।

উল্লেখ্য, এখন প্রায়ই ওরহানের সাথে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ও কাজল কন্যা নাইসা দেবগনের দেখা মেলে। পাপারাজিৎদের ক্যামেরায় একসাথে একাধিকবার ধরাও দিয়েছেন তারা। তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা মিলবে সেইসমস্ত ছবির।