Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অমিতাভ বচ্চনের বাঁচার আশা ছেড়ে দিয়েছিল পরিবার, চিকিৎসকরাও হাত তুলে দিয়েছিল, তারপর যা হল….

Updated :  Saturday, August 13, 2022 8:35 AM

বলিউড ইন্ডাস্ট্রি একাধিক সুপারস্টার দর্শকদের উপহার করলেও অমিতাভ বচ্চন হলেন একজন ব্র্যান্ড। তিনি এই যুগের ডন, তাঁকে ধরা ছোঁয়া ‘মুশকিল হ্যায় নেহি, না মুমকিন হ্যায়’। দিনের পর দিন বলিউডে একাধিক উজ্জ্বল তারকা এলেও একটুও ফিকে হয়ে যায়নি বিগ বি এর কারিশমা। বরং উত্তরোত্তর এই বলি নক্ষত্র ক্রমে ক্রমে উজ্জ্বল হয়ে উঠছেন। বলিউডের ‘শেহেনশাহ’ গত পাঁচ দশক ধরে ভারতীয় সিনেমাপ্রেমীদের মন জয় করে আসছেন। তাঁর ফ্যান নয় এমন মানুষ এই ভারত ভূখন্ডে খুব কমই পাওয়া যাবে। টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ৪৬ মিলিয়নের কাছাকাছি।

নিজের বলিউড ক্যারিয়ারে একাধিক অভিনেত্রীর সাথে স্ক্রীন ভাগ করে নিয়েছিলেন বিগ বি। গোটা জীবনে একাধিক হিট বলিউড ফিল্ম উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি অমিতাভের বিলাসবহুল জীবনযাপন কারোর অজানা নয়। মোটামুটি ফ্যানেরা অমিতাভ বচ্চনের সব ধরনের খবরই নখদর্পণে রাখেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে একবার অত্যন্ত সংকটজনক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিলেন বিগ বি। শারীরিক অবস্থার কথা বিচার করে ডাক্তাররাও আশা জোগাতে পারিনি। ঠিক কি হয়েছিল? বিস্তারিত জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

জানা যায়, একটি শুটিং চলাকালীন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ বচ্চন। সেখানে তার অবস্থা খুবই সংকটজনক হয়ে যায় এবং ডাক্তাররাও আস্তে আস্তে হাত তুলে দিতে শুরু করেন। পরিবারের লোকজন অর্থাৎ জয়া বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন, বিগ বি এর অবস্থা দেখে চোখের জল ফেলতে শুরু করেন। মোটামুটি সকলেই ধরে নিয়েছিলেন যে চিরঘুমের দেশে চলে যাবেন এই কিংবদন্তি। কিন্তু ঈশ্বরের এক চমকের কারণে আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেন অমিতাভ বচ্চন। ডাক্তাররাও বলেছিলেন যে হয়তো ফ্যান এবং পরিবার-পরিজনের শুভকামনার ফলে ফের সুস্থ হয়েছেন বিগ বি।