Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বড় খবর: ভয়ানক দুর্ঘটনার মুখে এই বলিউড নায়িকা!

বর্তমান সময়ে বলিউডে আসা নতুন মুখগুলির মধ্যে নিজের জায়গা পাকা করে নিয়েছেন নাগিন সিরিয়াল খ্যাত মৌনি রায়। 'দেবাদি দেব মহাদেব ' নামে হিন্দি সিরিয়ালে পার্বতী চরিত্রের মধ্য দিয়ে তিনি তিনি…

Avatar

বর্তমান সময়ে বলিউডে আসা নতুন মুখগুলির মধ্যে নিজের জায়গা পাকা করে নিয়েছেন নাগিন সিরিয়াল খ্যাত মৌনি রায়। ‘দেবাদি দেব মহাদেব ‘ নামে হিন্দি সিরিয়ালে পার্বতী চরিত্রের মধ্য দিয়ে তিনি তিনি ভক্তদের কাছে জনপ্রিয় হয়ে উঠেন। শুধুমাত্র সিরিয়াল নয় বহু সিনেমার আইটেম সং গুলিতে নাচ করতে দেখা গেছে তাকে।

KGF সিনেমার ‘গলি গলি মে ফিরতা হুঁ’ গানটিতে তার অসাধারণ নাচের মাধ্যমে জয় করেছেন সিনেমাপ্রেমীদের মন।তাছাড়াও ‘গোল্ড’ মুভিতে বলিউডের খিলাড়ীর সাথে অভিনয় করে তিনি সিনেমা জগতে দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। কিন্তু ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হলেন এই নায়িকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ, বুধবার মুম্বইতে নিজের আসন্ন সিনেমা ‘মেড ইন চায়না’ এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথে মুম্বই মেট্রোর একটি ১২ তলা নির্মীয়মাণ ভবন থেকে পাথরের চাঁই এসে পড়ে তার গাড়ির উপর। ভেঙে যায় গাড়ির সান রুফ। প্রাণে বাঁচলেন তারকা অভিনেত্রী মৌনি রায়। তার গাড়ির চালক ও অক্ষত অবস্থায় রয়েছেন। এই বিষয়টি বিস্তারিত জানিয়ে ভিডিও সহ টুইট করেছেন মৌনি।

About Author