ভাইরাল & ভিডিও

Viral Video: দ্রুতগতি ট্রেনের সামনে রিল বানাচ্ছিল কিশোর, সজোরে ধাক্কা মারল ট্রেন, তারপর….দেখুন ভিডিও

ওয়ারঙ্গলের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবককে

Advertisement

প্রযুক্তির উন্নতির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে গোটা মানবজাতি এখন ডিজিটালাইজেশনে মেতে উঠতে চাইছে। আট থেকে আশি সবাই কমবেশি স্মার্টফোন ব্যবহার করে থাকেন। আর স্মার্টফোন ব্যবহার করলে এটা স্বাভাবিক যে সে কোনো না কোনো সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি ব্যবহার করে থাকেন। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ট্রেন্ড হয়েছে শর্ট ভিডিওর। ১৫ বা ৩০ সেকেন্ডের ভিডিও বানিয়ে পোস্ট করলে তা অপেক্ষাকৃত বেশি ভাইরাল হয়। তাই প্রায় সকল বয়সের মানুষই আজকাল এই শর্ট ভিডিও বানানোর নেশায় মত্ত হয়েছেন।

তবে জনপ্রিয়তার খিদে মেটাতে অনেকেই রিল বানানোর জন্য নিজের জীবনের বাজি রাখেন। কেউ অবাক করা কিছু স্টান্ট করে বা কেউ প্রাণের বাজি রেখে দুঃসাহসিক কিছু কাজ করে নিজেকে কুল প্রমাণ করার চেষ্টা করেন। হ্যাঁ, এটা সত্যি যে অনেক এরকম ভিডিও ভাইরাল হয়। কিন্তু সামান্য ভুলচুক হলেই প্রাণ যেতে পারে জনপ্রিয়তার চক্করে। সম্প্রতি ইন্টারনেটে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে গা শিউরে উঠতে পারে আপনার।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, তেলেঙ্গানায় একটি উচ্চ-গতির ট্রেনের সামনে একটি ভিডিও শুট করার চেষ্টা করার সময় একটি ১৭ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়েছে। আসলে ওই কিশোর রিল ভিডিও বানানোর জন্য ট্রেনের ট্রাকের অত্যন্ত কাছে দাঁড়িয়ে ছিল। আর তাতেই হয় কাল। ভিডিও বানানোর নেশায় কখন ট্রেন চলে আসে খেয়াল করতে পারেনি ওই কিশোর। আর তাতেই ট্রেনটি সজোরে এসে ধাক্কা মারে ও কিশোরটি ছিটকে গিয়ে পড়ে। এতে গুরুতর জখম হয় ওই কিশোর।

জানা গিয়েছে, আহত নাবালকের নাম চিন্তাকুল অক্ষয় রাজু। তিনি হানামকোন্ডা জেলার ভাদ্দেপল্লী গ্রামের একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র। তিনি গুরুতর জখম হয়েছেন, তাকে ওয়ারঙ্গলের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Note: প্রতিটি ছবি প্রতীকী (ছবির উৎস: গুগল)

Related Articles

Back to top button