বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবার সুবিধা রয়েছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অগ্রগতির সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রত্যেককেই এই মোবাইল ফোন ব্যবহার করতে হয়। কর্মব্যস্ত জীবনের মাঝে টিভি বা রেডিওতে সময় অতিবাহিত করা, প্রায় দেখা যায় না বললেই চলে। পকেট থেকে স্মার্টফোন বার করে মাত্র এক ক্লিকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই।
এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের পলকে বিশ্বের যেকোন প্রান্তে একটি ভিডিও ছড়িয়ে পড়তে পারে। তাই তো অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দরবারে পোস্ট করে থাকেন। সোশাল মিডিয়াতে সবাই সবার ট্যালেন্ট অনুসারে ভিডিও বানিয়ে পোস্ট করে থাকেন।
আজকের এই প্রতিবেদনে আপনাদের জন্য এমনই একটি ভিডিও নিয়ে এসেছি। ভাইরাল ভিডিওতে এক যুবতী একটি হরিয়ানভি গানের তালে ব্যাপক কায়দায় নাচ করেছেন। ‘নিম কে ডালা‘ গানে ওই মেয়েটির নাচ আপনার পছন্দ হতে বাধ্য। তাঁর পরনে ছিল কমলা রঙের সুট। নিজের ঘরেই সুন্দর কায়দায় নাচ করেছেন তিনি। ওই যুবতীর নাম ববিতা শেরা। মাঝে মাঝেই এই যুবতী তাঁর ড্যান্স কভার ভিডিও পোস্ট করেন। এই ভিডিওতে তাঁর সৌন্দর্যের পাশাপাশি তাঁর কিউট মুখের এক্সপ্রেশন দেখে পছন্দ করেছেন দর্শকরা। নাচের মাঝে তাঁর কোমর দোলানো দেখে লজ্জা পাবেন আপনিও।ইউটিউবে এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হচ্ছে। মাত্র ৮ দিন আগে পোস্ট করা এই ভিডিওটি ৪৫ হাজারের বেশি মানুষ দেখেছেন। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।














Kim Kardashian’s Sheer Lace Dress by the Sea Breaks the Internet — See the Viral Photos