Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আমির খানের মেয়ে যে কোন মূল্যে এই ছেলেকে বিয়ে করবে, এমনকি আমির খানও তাকে আটকাতে পারবেন না

Updated :  Friday, July 29, 2022 4:48 PM

বলিউডের ব্যাপারে চর্চা রাখেন আর আমির খানের ব্যাপারে জানেন না এরকমটা সম্ভব নয়। ভারতের সবথেকে বড় বলিউড তারকাদের মধ্যে একজন হলেন আমির খান। তার অভিনীত সিনেমা গুলি বলিউডের একটা অন্য ধারা তৈরি করে দিয়েছিল। একটা সময় পর্যন্ত বলিউডের সবথেকে বড় তারকা ছিলেন আমির। গোটা বলিউডে তাকে মিস্টার পারফেকশনিস্ট বলে ডাকা হয়ে থাকে। তার প্রত্যেকটি সিনেমায় তার অভিনয়ে এতটাই পারফেক্ট, যে তাকে এই নামে সম্বোধন করা ছাড়া উপায় নেই। ভারতীয় সিনেমা জগতের তিনি একজন তারকা।

আর কিছুদিনের মধ্যেই সিনেমা হলে মুক্তি পেতে চলেছে তার অভিনীত নতুন সিনেমা লাল সিং চাড্ডা। এই মুহূর্তে তিনি এই ছবির প্রমোশন নিয়ে অত্যন্ত ব্যস্ত। এই ছবি ছাড়া এই মুহূর্তে তার কাছে আর ধ্যান জ্ঞান আর কিছুই নেই। তবে সম্প্রতি তার ব্যাপারে একটা নতুন খবর সামনে এসেছে। যদিও পুরোপুরি তার ব্যাপারে বলা যায় না, খবরটা তার মেয়ে ইরা খানকে নিয়ে। এবং তার জন্যই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তিনি চর্চায় রয়েছেন।

সম্প্রতি শোনা যাচ্ছে আমির খানের কন্যা ইরা খান একটি ছেলের প্রেমে একেবারে হাবুডুবু খেতে শুরু করেছেন। সেই ছেলেটি আদতে তার জিম ট্রেনার। শোনা যাচ্ছে খুব শীঘ্রই তাদের দুজনের বিবাহ হবে এবং তারা দুজন এই মুহূর্তে একসাথে থাকার পরিকল্পনা করে নিয়েছেন। আমির খানের কন্যা ইরা খান ঠিক এই কারণে এই সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চার মধ্যে রয়েছে।

আপনাদের জানিয়ে রাখি এই ছেলেটির নাম নুপুর শিখর এবং আমির খানের কন্যার সঙ্গে তার পরিচয় জিমেই। ইরা যখন একটি নির্দিষ্ট জিমে ট্রেনিং করতে যেতেন, সেই সময় তাদের দুজনের আলাপ এবং সেখান থেকেই প্রথমে বন্ধুত্ব ও তারপর প্রেম। এই প্রেম সম্পর্কই এই মুহূর্তে দাম্পত্য সম্পর্কের আকার নিতে চলেছে। আর কিছুদিনের মধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন আমির খানের কন্যা ইরা।