Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘ড্যামেজড’ সিরিজে বোল্ডনেসের মাত্রা ছাড়ালেন Aliya Naaz, ঝলক দেখেই ঘুম উড়েছে (Watch Video)

Updated :  Thursday, March 30, 2023 4:02 PM

বর্তমানে আজকের ব্যাস্ত প্রজন্ম বড়পর্দার থেকে বেশি পছন্দ করেন ওয়েব প্ল্যাটফর্মকে। বেশিরভাগ মানুষই এখন ঝুঁকছেন ঐ দিকেই। ওয়েব প্ল্যাটফর্মে বড়পর্দার থেকে বাধা নিষেধ অনেকটাই কম। এক্ষেত্রে এমন অনেক দৃশ্যই দেখানো সম্ভব হয়, যা হয়তো বড়পর্দায় সবসময় দেখাতে পারেন না পরিচালকরা। সেই সূত্র ধরে খুব স্বাভাবিকভাবেই ওয়েব প্লাটফর্ম ও তার সমস্ত অনুষ্ঠান ও সিরিজ দিনে দিনে পছন্দের হয়ে উঠছে সাধারণ দর্শকদের। এমনকি সেইসমস্ত অনুষ্ঠানের তারকারাও বেশ ভালোই পরিচিতি অর্জন করে নিচ্ছেন দর্শকদের মাঝে। অবশ্য সেকথা আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।

ওয়েব প্লাটফর্মে প্রায়ই একাধিক ওয়েব সিরিজের একাধিক দৃশ্যে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনের থেকে একটু বেশিই বোল্ড দৃশ্যে অভিনয় করতে হয় অভিনেত্রীদের। সেইসমস্ত দৃশ্য রীতিমতো তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেন দর্শকমহলের একাংশ। সেইসমস্ত সিরিজের একাধিক সাহসী দৃশ্যে অভিনয় করে এমন অনেকেই রয়েছেন যারা দর্শকদের মাঝে সাহসী অভিনেত্রী হিসেবে নিজেদের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। আর তাদের মধ্যে আলিয়া নাজ অন্যতম। এই মুহূর্তে তিনি আবারো নিজের বোল্ড দৃশ্যের সূত্র ধরেই একাংশের মাঝে চর্চিত হচ্ছেন।

৪ বছর আগে টি-সিরিজের ব্যানারে ‘ড্যামেজড’ নামের একটি ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। ট্রেলার মুক্তির পর থেকেই এক আলাদাই উচ্ছ্বাস দেখা গিয়েছিল দর্শকমহলের একাংশের মাঝে। অবশ্য সেই ঝলক কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে। উল্লেখ্য, এই সিরিজে বোল্ডনেসের সমস্ত মাত্রা ছাড়িয়ে গিয়েছিলেন তিনি। তাপমাত্রা বাড়িয়ে ছিলেন ভক্তদের মাঝে। ঘুম উড়িয়েছিলেন দর্শকমহলের একাংশের। ৪ বছর পর সেই সিরিজের সূত্র ধরেই দর্শকমহলের একাংশের মাঝে পুনরায় চর্চিত আলিয়া নাজ। উল্লেখ্য, হাঙ্গামা প্লে অ্যাপে নজর রাখলেই এই গোটা সিরিজটি দেখা যাবে।