Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Web Series: অত্যন্ত সাহসী ওয়েব সিরিজ রিলিজ করেছে এই অ্যাপে, একদম পরিবারের সাথে দেখবেন না

Updated :  Monday, March 18, 2024 8:30 PM

ঝড়ের গতিতে জনপ্রিয় হচ্ছে OTT কালচার। বড় পর্দা ছেড়ে মানুষ ক্রমে ঝুঁকেছে ওয়েব সিরিজের দিকে। বাসে, ট্রেনে যেখানে খুশি ফোনের নেট অন করে দেখা যায় ওয়েব সিরিজ। খরচা কম। সব মিলিয়ে ওয়েব সিরিজ দেখার প্রতি মানুষের ঝোঁক বাড়ার যথেষ্ট কারণ রয়েছে বৈকি। তাছাড়া বড় পর্দা কিংবা টেলিভিশনের থেকে ফোনে বা ছোটো পর্দায় কোনো সিরিজ দেখা অনেক সহজ। পোর্টেবল।

বিভিন্ন স্বাদের ওয়েব সিরিজ দেখা যাবে সার্চ করলেই। ফলত মানুষের চাহিদা মেটাচ্ছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম। থ্রিলার, ক্রাইম, রোম্যান্স, ড্রামা… যা চাইবেন তাই দেখতে পাবেন ওয়েব সিরিজের জগতে। কিন্তু সব কিছু তো আর বাসে, ট্রেনে কিংবা প্রকাশ্যে দেখা যায় না। এমন কিছু ওয়েব সিরিজ মানুষ এখন পছন্দ করছেন যেগুলো একা দেখার জন্য পারফেক্ট। তেমনই একটি ওয়েব সিরিজের খোঁজ দেওয়া হল এই প্রতিবেদনে। যেগুলো আপনি দেখতে পাবেন একা। ভুলেও বাড়ির বাকিদের সঙ্গে কিংবা অন্য কারও সঙ্গে এই ধরণের ওয়েব সিরিজ দেখবেন না।

এই নতুন ওয়েব সিরিজটিতে বেশ কিছু খোলামেলা দৃশ্য দেখানো হয়েছে যা দেখলে আপনারও ঘাম ছুটে যেতে পারে। এখন অনেকেই আছেন যারা টিভি ছেড়ে ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করছেন। কোনরকম রাখ ঢাক না রেখে OTT প্ল্যাটফর্মগুলিতে একদম ‘র’ জিনিসপত্রই দেখানো হয়। এদিকে ওয়েব সিরিজগুলোতে এই ‘র’ জিনিসপত্র দেখতে বেশ পছন্দও করছেন কিছু সংখ্যক দর্শক।

এদিকে দর্শকদের পছন্দের কথা মাথায় রেখে একের পর এক ওটিটি প্ল্যাটফর্মগুলি নতুন নতুন সিরিজ এনে সকলকে চমকে দিচ্ছে। আজকের আলোচ্য ওয়েব সিরিজের নাম Andhadhund, যেটা রিলিজ করা হয়েছে প্রাইম প্লে ওয়েব প্ল্যাটফর্ম থেকে। ট্রেলার থেকেই বোঝা গিয়েছে, সিরিজের প্রতিটি মোড়েই রয়েছে উত্তেজক মুহূর্ত যা দর্শকদের একান্ত সময়কে করে তুলবে রঙিন।