Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri: আম্রপালিকে ছেড়ে এবার অঞ্জনার সঙ্গে রোমান্স দীনেশ লালের, মুহূর্তে ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, December 12, 2023 1:59 PM

দীনেশ লাল যাদব ‘নিরহুয়া’ এবং অঞ্জনা সিংয়ের ভোজপুরি গান ‘ই কাউভান যাদু ডাল দহনি’ আজকাল ইউটিউবে বেশ পছন্দ করা হচ্ছে। এই গানে অঞ্জনা সিং এবং ‘নিরহুয়া’র মধ্যে অসাধারণ রসায়ন রয়েছে। গানটিতে দীনেশ লাল যাদবকে অঞ্জনার সঙ্গে রোমান্স করতে দেখা গিয়েছে।

দুজনের এই গানটি আজকাল ইউটিউবে প্রচণ্ড ভাবে ট্রেন্ড করছে। গানটি ইউটিউবে ইতিমধ্যে পর্যন্ত লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। গানটিতে অঞ্জনা সিং নিজেকে বোল্ড অবতারে মেলে ধরেছেন। গানটি ইউটিউব চ্যানেল ওয়েব মিউজিকে পাবলিশ করা হয়েছিল অনেক আগে। গানটি গেয়েছেন দীনেশ লাল যাদব ও ইন্দু সোনালি। ‘ই কাউভান যাদু দল দিহনি’ গানের কথা লিখেছেন পিয়ারে লাল যাদব। সংগীত পরিচালনা করেছেন অবিনাশ ঝা। এই গানটি ভোজপুরি ছবি ‘হাতকাদি’র। ছবিতে অভিনয় করেছেন দীনেশ লাল যাদব, খেসারি লাল যাদব, অঞ্জনা সিং, স্বপ্না, অবধেশ মিশ্র এবং সীমা সিং। রবি সিনহা এই ছবির পরিচালক। প্রযোজক রেখা সিনহা।

অঞ্জনা সিং ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত অভিনেত্রী। তিনি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তার ছবি এবং ভিডিও পোস্ট করে তার ভক্তদের আপডেট রাখেন। ভোজপুরি ছবির পাশাপাশি অঞ্জনা সিং বেশ কয়েকটি টিভি সিরিয়ালে কাজ করেছেন। তিনি ‘এক অউর ফৌলাদ’ চলচ্চিত্রের মাধ্যমে ভোজপুরি চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন এবং খুব অল্প সময়ের মধ্যে নিজের অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আলাদা করে নিজেকে প্রতিষ্ঠা করেন।