Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bade Ghar Ki Beti: ভোজপুরি ইন্ড্রাস্ট্রিতে আসছে ‘বাড়ে ঘর কি বেটি’, থাকছেন দুই জনপ্রিয় অভিনেত্রী

Updated :  Friday, March 15, 2024 3:38 PM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমা। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের।

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত পরিচিত অভিনেত্রী ইয়ামিনী সিং তার সৌন্দর্যের পাশাপাশি তার চমৎকার অভিনয়ের জন্য কিন্তু বেশ পরিচিত। এবার নতুন একটি ভোজপুরি সিনেমায় ইয়ামিনীর সাথে রয়েছেন অঞ্জনা সিং। এই সিনেমার নাম, ‘বাড়ে ঘর কি বেটি’। নীলম তিওয়ারি ফিল্ম (ওপিসি) প্রাইভেট লিমিটেড দ্বারা উপস্থাপিত B4u মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত এই সিনেমা। এতে রয়েছে সম্পূর্ণ নতুন ধরনের সামাজিক গল্প। এই ছবির প্রযোজক হলেন সন্দীপ সিং, অঞ্জনি তিওয়ারি এবং নীলাভ তিওয়ারি, আর পরিচালক সঞ্জীব বোহারপি।

Bade Ghar Ki Beti: ভোজপুরি ইন্ড্রাস্ট্রিতে আসছে 'বাড়ে ঘর কি বেটি', থাকছেন দুই জনপ্রিয় অভিনেত্রী

ছবির পরিচালক বলেছেন, ‘আমি ছোটবেলায় মুন্সি প্রেমচাঁদের গল্প বাদে ঘর কি বেটি পড়েছিলাম, তারপর এই শিরোনাম নিয়ে হিন্দি সিনেমায় একটি ছবিও তৈরি হয়েছিল। তবে আমাদের ছবিটি এই দুটি থেকে একেবারেই আলাদা এবং আমরা নতুন গল্প নিয়ে দর্শকদের সামনে নিজেদের উপস্থাপন করব।‘ এই ছবি বিনোদনের পাশাপাশি এটি সমাজে একটি অর্থবহ বার্তাও দেবে।