Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Hero Alom: বলিউডে কাজ করতে এমন শর্ত দিলেন বাংলাদেশি অভিনেতা আলম, জানলে চমকে যাবেন

Updated :  Sunday, November 27, 2022 11:25 AM

হিরো আলম নেটমাধ্যমের অন্যতম ট্রোল কনটেন্ট। তিনি নেটিজেনদের কাছে হাসির খোরাক মাত্র। তার হাব-ভাবে, আচার-আচরণ, আশাক-পোশাক রীতিমতো হাস্যকর। নিজের কারণেই সকলের কাছে হাসির খোরাক হন তিনি। বেসুরো গলায়, ভুলভাল কথায়, গান গেয়ে নেটমাধ্যমে ভাইরাল হন তিনি। সম্প্রতি আবারও বাংলাদেশের বগুড়ার আশরাফুল হোসেন নিজেকে হাসির খোরাক বানালেন সকলের মাঝে।

বলিউডের তারকারা শুধুমাত্র নিজেদের দেশেই নয় গোটা বিশ্বের মানুষের কাছে পরিচিত। সেই বলিউডেই এমন অনেক অভিনেত্রীরা রয়েছেন যাদের সাথে স্ক্রিন শেয়ার করার স্বপ্ন থাকে বহু হিরোদেরই। তবে সম্প্রতি বাংলাদেশের হিরো আলম বলি ডিভা দীপিকা পাডুকোনের সাথে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন, যা শুনে চোখ কপালে উঠেছে অধিকাংশের।

তার কথায় তিনি বলিউডের পর্দায় অভিনয় করতে রাজি আছেন যদি দীপিকা পাডুকোনের সাথে অনস্ক্রিন রোমান্স করার সুযোগ পান। তার এই বক্তব্য শুনে হাসছে গোটা নেটপাড়া। খুব স্বাভাবিকভাবেই নিজের এই দুঃসাহসিক মন্তব্যের জন্য আবারো নেটদুনিয়ায় নেটনাগরিকদের অধিকাংশের মাঝে হাসির খোরাক হয়েছেন তিনি।

উল্লেখ্য, হিরো আলমের বিরুদ্ধে অনেক অভিযোগই রয়েছে। রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীত অবমাননার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অশ্লীল গান গাওয়ার অভিযোগও রয়েছে তার উপর। তিনি নিজেকে শিল্পী হিসেবে দাবি করলেও বেশিরভাগ মানুষের কাছেই তিনি শুধুমাত্র ট্রোল কনটেন্ট। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চা চলছে হিরো আলমকে নিয়েই। কারণ তার সাম্প্রতিক বেফাঁস মন্তব্যই নেটদুনিয়ায় তাকে নিয়ে চর্চা হওয়ার কারণ। তবে বলাই বাহুল্য, বাংলাদেশের এই হিরো আলম নিজের অদ্ভুত কাজকর্মের জন্যই সকলের কাছে নিজের একটা আলাদা পরিচিতি অর্জন করেছেন সেটা ইতিবাচক হোক কিংবা নেতিবাচক।