Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bank Holiday: মহর্ষি বাল্মিকির জন্মজয়ন্তীতে বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা, দেখুন এই মাসের ব্যাংকের ছুটির তালিকা

Updated :  Thursday, October 17, 2024 2:57 PM

সবেমাত্র শেষ হয়েছে বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব তথা দুর্গাপূজা। সামনে দীপাবলি সহ একাধিক বড় উৎসব অপেক্ষা করছে ভারতীয়দের জন্য। তবে এর মধ্যে যদি আপনাকে ব্যাংকের পরিষেবা গ্রহণ করতে হয়, তবে অবশ্যই আপনার জানা প্রয়োজন চলতি মাসে কবে বন্ধ থাকতে চলেছে ব্যাংক। সর্বপ্রথম আমরা আপনাদের বলে রাখি, আজ ১৭ই অক্টোবর মহর্ষি বাল্মিকীর জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক রাজ্যে ব্যাংক সহ সমস্ত সরকারি দপ্তরে ছুটি ঘোষণা করা হয়েছে। বেঙ্গালুরু, গুয়াহাটি এবং সিমলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। পাঞ্জাব, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ সহ আরও অনেক রাজ্য বাল্মীকি জয়ন্তী উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করেছে।

এছাড়া উত্তর প্রদেশ সরকারও মহর্ষি বাল্মিকীর জন্মজয়ন্তী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে। আজ উত্তরপ্রদেশে ব্যাংক পরিষেবা তো বটেই, স্কুল কলেজ এবং সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। মূলত, মহর্ষি বাল্মিকীর সম্মাননে এই বিশেষ ছুটির ঘোষণা করেছে যোগী আদিত্যনাথের সরকার।

দেখে নিন চলতি মাসে ব্যাংকের ছুটির তালিকা-
১৭ই অক্টোবর: উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের মত কিছু রাজ্যে বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা।

২৬শে অক্টোবর: জম্মু-কাশ্মীর একত্রিত হওয়ার দিন হিসেবে এই দিনটি বন্ধ থাকবে ব্যাংকের পরিষেবা। তাছাড়া মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে সারা দেশে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে।

৩১শে অক্টোবর: সারাদেশে একজোটে পালন করা হবে দীপাবলীর মহা-উৎসব। ফলে এই দিনটি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে।