Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Nandini Chatteejee: শাড়ি ছেড়ে বিকিনি-তে ‘মিতুলের শাশুড়ি’, ছবি দেখে ঘুম উড়ল ভক্তদের

Updated :  Saturday, October 22, 2022 4:11 PM
  1. বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় খলনায়িকা তিনি। পর্দায় বেশিরভাগ সময় একেবারে ট্র্যাডিশনাল নেতিবাচক চরিত্র হিসেবেই দেখা মেলে তার। বেশিরভাগ সময় শাড়ি লুকেই দেখা যায় নন্দিনী চ্যাটার্জীকে। তবে সম্প্রতি একেবারে ভিন্ন সাজে গোয়ার সমুদ্র সৈকতে অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি উষ্ণতা ছড়িয়েছেন গোয়ার বিচেও, সেকথা অবশ্য ছোটপর্দার এই অভিনেত্রীর সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে চোখ রাখলেই স্পষ্ট হবে।

ছুটির মুডে এই টেলিভিশন অভিনেত্রী। গোয়ায় সময় কাটাচ্ছেন তিনি। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে। শাড়ি ছেড়ে মিতুলের শাশুড়ি একেবারে বিকিনি লুকে দেখা দিয়ে চমকে দিয়েছেন সকলকে। কখনো গোয়ার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে, আবার কখনো বালির উপর শুয়ে পড়েই দিয়েছেন পোজ। পড়ন্ত রোদে আরও বেশি সুন্দরী হয়ে উঠেছিলেন অভিনেত্রী। নিজের সেই সমস্ত ছবি অবশ্য অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন নেটদুনিয়ায়, যা রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছে তার ভক্তদের মাঝে।

পর্দায় প্রতিদিন দর্শকরা ঠিক যেভাবে অভিনেত্রীকে দেখতে অভ্যস্ত, এবার সেই অভ্যাস থেকেই নিজের দর্শকদের বের করে আনলেন অভিনেত্রী। গোয়ায় গিয়ে যেন তার বয়স কমে গিয়েছে অনেকটা। নিজেদের প্রিয় অভিনেত্রীকে এমন রূপে দেখে খুশি ভক্তরাও। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নন্দিনীকে। তার ঝলক অবশ্য তার শেয়ার করে নেওয়া ছবিগুলির কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে। বলাই বাহুল্য, নন্দিনী চ্যাটার্জী সৌন্দর্যের দিক দিয়ে এখনো টেক্কা দেন বর্তমানের অভিনেত্রীদের, তা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

একজন অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতাতেও কম সক্রিয় নন নন্দিনী। নেটদুনিয়াতেও তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা ১৭ হাজারেরও বেশি। সেখানে চোখ রাখলেই বোঝা যাবে, অভিনেত্রী বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যথেষ্ট স্টাইলিশ হয়ে উঠেছেন। শাড়ি থেকে বিকিনি সবেতেই সাবলীল তিনি। পর্দায় খলনায়িকার চরিত্রে অভিনয় করলেও বাস্তবে নিঃসন্দেহে তিনি একজন ভালো মনের মানুষ, সেকথা অবশ্য আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না।