Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

টাইট পোশাকে হট প্যান্টে জোরালো নাচ ভোজপুরি অভিনেত্রী Neelam Giri, দেখে আপনিও প্রেমে পড়বেন

Updated :  Wednesday, August 16, 2023 10:40 AM

বর্তমান প্রজন্মের কাছে ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকারা এখন বেশ ভালই পরিচিত। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই যে তা সম্ভব হয়েছে, তা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। আজকের যুগে দাড়িয়ে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই ভোজপুরি ইন্ডাস্ট্রির একাধিক তারকারা, বিশেষ করে অভিনেত্রীরা চর্চিত হন একাংশের মাঝে। উল্লেখ্য ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ নীলাম গিরি। এই মুহূর্তে অভিনেত্রী নিজের আরো এক ঝলকের সূত্রেই নিজের অনুরাগীদের একাংশের মাঝে চর্চিত হচ্ছেন।

বর্তমানের অভিনেত্রী হিসাবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় অভিনেত্রী। প্রায় নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নেন নিজের অনুরাগীমহলের মাঝে। নেটদুনিয়ার পাতায় তার ভক্তের সংখ্যাও নেহাতই হাতে গোনা নয়। এই মুহূর্তে নিজের সাম্প্রতিক বোল্ড রিলে লাস্যময়ী রূপেই একাংশের নজর কেড়েছেন এই অভিনেত্রী। আপাতত, সেই ঝলকই ভাইরাল নেটমহলে।

নীলম গিরির সম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে রুচিকা জাঙ্গিদের গানের তালেই তাল মেলাতে দেখা গিয়েছে। রুচিকার অন্যতম হিট গান ‘তেরি লাট লাগ যাগি’র সাথেই অভিনেত্রী রিল বানিয়েছিলেন এদিন। নীল ক্রপটপ ও কালো হাইওয়েস্ট হট প্যান্টেই দেখা মিলেছিল তার। খোলা চুলে, হালকা মেকাপ নিয়েছিলেন তিনি। অভিনেত্রী যে এই ধরনের রিল বানাতে যথেষ্ট সাবলীল, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। তবে নিজের এই সাম্প্রতিক ঝলকের সূত্রেই আপাতত একাংশের মাঝে পুনরায় চর্চিত এই ভোজপুরি অভিনেত্রী।