Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

BHOJPURI: ‘ডুবিয়ে যাইবা হো‘ গানে অভিনেত্রীর সাথে চুটিয়ে রোম্যান্স খেসারি লাল যাদবের, ফ্যানরা বললেন, ‘জিও শের, মাজা আগ্যায়া!’

Updated :  Tuesday, October 22, 2024 10:50 AM

ভোজপুরি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় তারকা হলেন খেসারি লাল যাদব। তিনি প্রচুর মিউজিক ভিডিও এবং সিনেমাতে কাজ করেছেন। ভোজপুরি ইন্ডাস্ট্রি তথা গোটা ভারতের দর্শকদের কাছে তার জনপ্রিয়তা ব্যাপক। অনেকেই অপেক্ষা করেন কবে তাদের প্রিয় তারকা নতুন মিউজিক ভিডিও নিয়ে আসতে চলেছে। আজকের এই প্রতিবেদনে ভোজপুরি তারকা খেসারি লাল যাদবের এমনই এক মিউজিক ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো যা ইউটিউব দুনিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

খেসারি লাল যাদব ও শিল্পীর জুটি

ভাইরাল হওয়া ভিডিওতে খেসারির সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন ভোজপুরি জনপ্রিয় অভিনেত্রী শিল্পী রাজ। এই ভিডিওতে এই তারকা জুটির রগরগে কেমিস্ট্রি বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। তাদের এমন রসায়ন দেখে লজ্জায় পড়েছেন অনেকেই। সম্প্রতি তাঁদের একটি ভিডিও সোশাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। এই ভিডিওটি বাড়িতে একা থাকলে তখনই দেখবেন। ভুল করেও বাড়ির বাচ্চাদের সামনে এই ভিডিওটি চালাবেন না।

ভাইরাল ভিডিওর বিবরণ

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে খেসারি ও শিল্পী এর একটি মিউজিক ভিডিও। সাহসী অবতারে সকলের নজর কেড়ে নিয়েছেন অভিনেত্রী। বোল্ডনেসের সমস্ত সীমা অতিক্রম করে অন্তরঙ্গতার খেলায় মত্ত হয়েছেন দুই তারকা। তাঁদের রোমান্টিক কেমিস্ট্রি ব্যাপক পছন্দ করেছেন দর্শকরা। তাঁদের লেটেস্ট গান, ‘ডুবিয়ে যাইবা হো‘ এখন ইন্টারনেট দুনিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে আছে। গানটি সদ্য মুক্তিপ্রাপ্ত ভোজপুরি ছবি “রং দে বাসন্তী” এর অংশ। ভিডিওতে খেসারির লুক এবং স্টাইল ভক্তদের কাছে বেশ সাড়া ফেলেছে। এটি এসআরকে মিউজিক ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে। গানটি ইতিমধ্যে ১.৫ লাখ লাইক পেয়েছে। আবার অনেকে এই ভিডিওটি দেখে কমেন্ট করেছেন। একজন ব্যবহারকারী বলেছেন, ‘জিও শের, মাজা আগ্যা!‘ আবার কেউ বলেছেন, ‘সুপারহিট‘। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।