গত ২৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ এবং ওডিআই সিরিজ উপলক্ষে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দল নির্বাচকরা। সেই দলে একাধিক অত্যাচর্য সিদ্ধান্ত নিয়েছেন চেতন শর্মার বোর্ড। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েন ভারতের ধারাবাহিক উইকেটরক্ষক ঋষভ পন্থ। পাশাপাশি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে অব্যহতি দিয়েছে বিসিসিআই। এছাড়া কে এল রাহুল ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে। তবে ওয়ানডে সিরিজে জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন রাহুল, রোহিত সহ বিরাট কোহলি।
এদিকে ধারাবাহিকভাবে ব্যার্থতার কারণে ঋষভ পন্থের পাশাপাশি জাতীয় দল থেকে বাদ পড়েছেন সুইং কিং ভুবনেশ্বর কুমার। বিগত কয়েক সিরিজে হতাশা জনক পারফরম্যান্স করেছেন ভুবি। যে কারণে আসন্ন শ্রীলঙ্কা সফরে তাকে দল ছুট করেছে বিসিসিআই। তবে ৩২ বছর বয়সী ভুবনেশ্বর কুমার আবার জাতীয় দলে খেলার সুযোগ পাবেন কিনা তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তোলা শুরু করেছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। ডেথ ওভারে তার ব্যর্থতা চোখে পড়েছে সবার। সেই কারণে অভিজ্ঞ এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করেছে তার সমর্থকরা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), ঈশান কিশাণ (উইকেটরক্ষক), ঋতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল , আরশদীপ সিং, হার্সেল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), কে এল রাহুল (উইকেটরক্ষক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঈশান কিশান (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, আরশদীপ সিং।
টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি:
১ম টি২০: ৩ জানুয়ারি, মুম্বাই
২য় টি২০: ৫ জানুয়ারি, পুনে
তৃতীয় টি২০: ৭ জানুয়ারি, রাজকোট
ওডিআই সিরিজের সময়সূচি:
১ম ওডিআই: ১০ জানুয়ারি, গুয়াহাটি
২য় ওডিআই: ১২ জানুয়ারি, কলকাতা
তৃতীয় ওডিআই: ১৫ জানুয়ারি, তিরুবনন্তপুরম