Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bipasha Basu: একেবারে বাঙালি সাজ, শাশুড়ি-বরকে নিয়েই সাধের অনুষ্ঠান সারলেন বিপাশা বসু

Updated :  Friday, September 9, 2022 7:42 PM

কয়েকদিন আগেই নিজের মা হওয়ার কথা জানিয়েছেন আলিয়া ভাট। পাশাপাশি সম্প্রতি মাও হয়েছেন সোনাম কাপুর। এই তালিকায় নাম লিখেছেন বিপাশা বসুও। কয়েকদিন আগেই বিপাশা বসু ও কারাণ সিং গ্রোভার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই নিজেদের অভিভাবক হওয়ার কথা জানিয়েছিলেন। আর অভিনেত্রীর মা হওয়ার খবরও প্রকাশ্যে আসা মাত্রই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা নেটমহলের পাশাপাশি মিডিয়াতেও।

তবে এবার ধুমধাম করেই সারলেন সাধের অনুষ্ঠান। একেবারে বাঙালি মতে বেনারসিতেই সেজেছিলেন অভিনেত্রী। খোলা চুলে, সোনার গয়নাও পরেছিলেন তিনি। হাসিমুখেই পঞ্চব্যাঞ্জন খেলেন তিনি। তালিকায় ভাত, মাছ, মাংস, সাত ভাজা, পায়েস ছিল সবই। বাঙালি নিয়ম মেনেই ধান-দূর্বা দিয়ে আশীর্বাদও করা হয়েছে তাকে। প্রদীপের তাপও দেওয়া হয়েছে তাকে। সব নিয়ম কানুন মেনেই সম্পন্ন হয়েছে অভিনেত্রীর সাধের অনুষ্ঠান। নিজের সাধের অনুষ্ঠানের কিছু ঝলক নিজেই রিল ভিডিও আকারে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন বিপাশা বসু। এই মুহূর্তে সেই ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় তিনি।

অভিনেত্রীকে এদিন একেবারে বাঙালি সাজেই দেখা গিয়েছে। পাশাপাশি কারাণ সিং গ্রোভারকেও এদিন একেবারে সাদা পাঞ্জাবিতেই দেখা গিয়েছে। সেই ছবিও ধরা পড়েছে অভিনেত্রীর প্রোফাইলে। নিজের মা ও শাশুড়ির সাথেও একেবারে বাঙালি সাজেই দেখা গিয়েছে অভিনেত্রীকে। অভিনেত্রীর সাধের সমস্ত ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হওয়া মাত্রই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটজনতার পাশাপাশি তার অগণিত অনুরাগীদের মাঝে। আবারো সমগ্র নেটমহল শুভেচ্ছাবার্তায় ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী ও তার আসন্ন সন্তানকে। শেয়ার হওয়া ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই তার স্পষ্ট ঝলক মিলবে।