Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মুম্বইয়ের অফিস তছনছ করল বিএমসি, স্বপ্ন ভেঙ্গে যাওয়ার আশঙ্কা কঙ্গনার

Updated :  Tuesday, September 8, 2020 11:58 AM

“এটাই মনিকর্ণিকা ফিল্মসের মুম্বইয়ের অফিস। ১৫ বছর ধরে কঠোর পরিশ্রমের পর আমার উপার্জনের টাকা দিয়ে আমি তা বানিয়েছি। আমর একটাই স্বপ্ন ছিল, যখন আমি ছবি নির্মাতা হব, তখন আমার নিজের অফিস থাকবে। কিন্তু এখন মনে হচ্ছে সেই স্বপ্ন গুঁড়িয়ে যাবে, আচমকাই মুম্বাই কর্পোরেশনের কিছু লোক এসে আজ হাজির হয়।” ঠিক এমনটাই লিখেছেন বলিউডের কুইন কঙ্গনা রানাউত।

কঙ্গনার অভিযোগ, মহারাষ্ট্র সরকার তাঁর সঙ্গে সংঘাতে গেছেন। এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বিএমসি-র এই তল্লাশি। কঙ্গনা জানিয়েছেন, “ওরা জোর করে আমার অফিসে ঢুকে পড়ে। সবকিছু মাপজোক করছিল, আমার প্রতিবেশীরা আপত্তি করলে তাঁদের হেনস্থা করা হয়।” চলুন দেখে নিই, ঠিক কীভাবে কঙ্গনার স্বপ্নের নগরী ধংস করল বিএমসি।

প্রায় পনেরো বছর ধরে কঠোর পরিশ্রম করার পর এই মণিকর্ণিকার সেট তৈরি হয়েছে। এইব্যাপারে কঙ্গনা জানিয়েছেন, “আমার জীবনে একটি মাত্র স্বপ্ন ছিল, যখনই আমি চলচ্চিত্র নির্মাতা হব, তখন আমার নিজস্ব অফিস আছে, তবে মনে হয় সময়টি ভেঙে গেছে হঠাৎ আজ সেখানে
বিএমসি-র কিছু লোক এসেছে”। এমনকি কঙ্গনা এও বলেছেন, তাঁকে জানানো হয়েছে যে, আগামীকাল ওই অফিস ভেঙে দেওয়া হবে। বিএমসি-র এই নোটিশের পর কঙ্গনা সাফ জানিয়েছেন, তাঁর অফিসে বেআইনি কিছু নেই।

প্রসঙ্গত, মহারাষ্ট্র সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এরপরেই ঝড় ওঠে ট্যুইটারে। দুই তরফ থেকেই আসে একের পর এক হুঙ্কার। তবে কি এরই খেসারত দিতে হচ্ছে বলিউড কুইন কঙ্গনা রানাউতকে?