Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bollywood Actress’s Look: দুর্গাপূজা উপলক্ষে বলি অভিনেত্রীদের চোখ ধাঁধানো সাজ,দেখুন অভিনেত্রীদের কিছুঝলক

Updated :  Wednesday, October 5, 2022 9:45 AM

কারণে অকারণে বলি ডিভারা চর্চায় থাকেন মিডিয়ায়। দুর্গাপূজা উপলক্ষে চোখ ধাঁধানো সাজেই সেজে ওঠেন বলিউডের তারকারা। এবারেও অন্যথা হয়নি তার। পূজা মন্ডপে আবারো শাড়ি লুকেই সকলকে মুগ্ধ করেছেন এই বলি অভিনেত্রীরা। সম্প্রতি তার একাধিক ঝলক ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

এদিন নিজেদের পুজোতে উপস্থিত হয়েছিলেন রানী মুখার্জ্জী। সম্ভবত এদিন নীল ও সবুজ রঙের কাঞ্জিবরমেই দেখা মিলেছে তার। একেবারে বাঙালি সাজে চুলের খোপায় ফুল লাগিয়েছিলেন অভিনেত্রী। এই মুহূর্তে তার সেই সাজ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

অন্যদিকে নিজেদের বাড়ির পুজোতে দেখা মিলেছে কাজলেরও। রানী মুখার্জ্জী ও কাজলকে একসাথে ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা গিয়েছে এদিন। পাশাপাশি নিজের ছেলে যুগকে নিয়ে খাবার পরিবেশন করতেও দেখা গিয়েছে কাজলকে। সম্প্রতি তার ঝলকও এই মুহূর্তে ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।

কাজলের বোন তানিশা মুখার্জ্জীরও দেখা মিলেছে এদিন। ব্যাকলেস ব্লাউজে, সাদা প্রিন্টেড শাড়িতে সেজে উঠেছিলেন তানিশা। সেখানে উপস্থিত ছিলেন অয়ন মুখার্জ্জীও। সেই ঝলকও এই মুহূর্তে মিলেছে নেটমাধ্যমের পাতাতে।

বলিউডের অন্যতম পরিচিত মুখ সুমনা চক্রবর্তীকেও এদিন শাড়ি লুকে দেখা গিয়েছে। হলুদ, সবুজ, লালের একটি ঢাকাই জামদানিতে সেজে উঠেছিলেন সুমনা। পাশাপাশি লাল রঙের হল্টার নেক ব্লাউজও পরেছিলেন তিনি। খোপায় লাগিয়েছিলেন ফুলের মালাও। একেবারে সাবেকি বাঙালি সাজে এদিন দেখা মিলেছে তার। এদিন সকলের পাশাপাশি মৌনি রায়কেও একেবারে বাঙালি সাজে দেখা গিয়েছে। সেই ঝলকও উঠে এসেছে মিডিয়াতে।