Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বছরের শেষে মাত্র ১০ হাজার টাকায় কিনে নিন Hero Splendor Plus, এমন অফার কোনোদিন পাবেন না

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার…

Avatar

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় হিরো কোম্পানিটি। এই কোম্পানিগুলির কম মূল্যের বাইকেও অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায়। কোম্পানিটির Hero Splendor Plus বাইকটি ব্যাপক জনপ্রিয় যারা বাজেট মূল্যের মধ্যে বাইক কিনতে চান তাদের জন্য।

বাজেট বাইকের রাজা Hero Splendor Plus

Hero Splendor Plus বাইকটিতে ৯৭.২ সিসির একটি ইঞ্জিন রয়েছে যা এয়ার কুলড। এই ইঞ্জিনটি ৮.০২ ps পাওয়ার ও ৮.০৫ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকে ৪ গিয়ার সিস্টেম রয়েছে। এই বাইক প্রতি লিটারে ৮০.৬ kmpl মাইলেজ দেয়। এই বাইকটি নতুন কিনতে গেলে আপনার ৮৮,৫৭৯ টাকা খরচ হবে। কিন্তু আপনার কাছে ওত বাজেট না থাকলে আপনি বাইক কিনতে পারবেন। আপনি শুনলে অবাক হবেন যে মাত্র ১০ হাজার টাকা খরচ করে বাড়ি নিয়ে আসতে পারেন এই বাইকটি। কিন্তু ভাবছেন এও কি করে সম্ভব? এই প্রসঙ্গে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১০ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন Hero Splendor Plus

আপনাদের জানিয়ে রাখি এই Hero Splendor Plus বাইকের দাম শুরু হচ্ছে মাত্র ৭৬,৩০৬ টাকা থেকে। ভেরিয়েন্ট অনুযায়ী এই বাইকের দাম বদল হবে। দিল্লিতে যদি এই বাইক কেনার কথা ভাবেন তাহলে ৬,১০৪ টাকা RTO এবং রোড ট্যাক্স পড়বে ৬,১৬৯ টাকা। এই সমস্ত খরচ মিলিয়ে Hero Splendor Plus এর অন-রোড প্রাইস হবে ৮৮,৫৭৯ টাকা। কিন্তু আপনি এই বাইকটি মাত্র ১০,০০০ টাকার ডাউন পেমেন্ট করে বাড়ি নিয়ে যেতে পারেন। বাকি ৭৮,৫৭৯ টাকা লোন হিসাবে নিতে হবে। এক্ষেত্রে বছরে সুদের হার পড়বে ১০.৫%। যদি ৩৬ মাসের জন্য লোন নেন তাহলে মাসে প্রায় ২,৫৫৪ টাকা করে ইএমআই মেটাতে হবে।

About Author