বিগত কয়েক বছরে টেলিকম জগতে বিপ্লব ঘটেছে। যেখানে হাতেগোনা কয়েক বছর আগে 2G নেটওয়ার্ক ব্যবহার করতেন ভারতের কোটি কোটি মানুষ, সেখানে আজ 5G নেটওয়ার্কের সুবিধা ভোগ করছেন তারা। শুধু তাই নয়, গণ্ডির মধ্যে থাকা ইন্টারনেটের পরিসীমা ছিন্ন করে আজ আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা ভোগ করছেন প্রত্যেকেই। তবে সুবিধার পাশাপাশি বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীরা দুর্ভোগে পড়েছেন রিচার্জ করতে গিয়ে। কারণ, বিগত কয়েক মাসে একের পর এক দামি রিচার্জ পরিকল্পনা ঘোষণা করেছে কোম্পানিগুলি। ফলে ইন্টারনেটের এই সুবিধা গ্রহণ করতে গিয়ে রীতিমতো দুর্ভোগে পড়ছেন অনেকেই।
তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে ভারতের কিছু টেলিকমিউনিকেশন কোম্পানি কম দামের রিচার্জ পরিকল্পনা ঘোষণা করেছে। যে পরিকল্পনার মাধ্যমে আনলিমিটেড ইন্টারনেট পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা ভোগ করবেন গ্রাহকরা। চলুন, আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক, কোন টেলিকমিউনিকেশন কোম্পানি কত টাকার রিচার্জ পরিকল্পনা অফার করছে গ্রাহকদের জন্য-
BSNL: ভারতের একমাত্র সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি BSNL তার গ্রাহকদের জন্য সহজ এই পরিকল্পনা ঘোষণা করেছে। ৩০ দিন মেয়াদী এই পরিকল্পনায় প্রতিদিন ২জিবি হাই স্পিড ইন্টারনেট সহ আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ এসএমএস করার সুবিধা পাবেন গ্রাহকরা।
Jio: গ্রাহকদের সুবিধা প্রদান করতে কোন অংশে পিছিয়ে নেই ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি রিলায়েন্স জিও। সম্প্রতি এই কোম্পানি ২৯৯ টাকার প্যাকেজ চালু করেছে। ২৮ দিন মেয়াদী এই পরিকল্পনায় দৈনিক ১.৫জিবি হাই স্পিড ইন্টারনেট সহ আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন গ্রাহকরা।
Airtel: ২৮ দিনের বৈধতা সহ হাই স্পিড ইন্টারনেটের ধামাকা প্যাকেজ ঘোষণা করেছে এয়ারটেল। মাত্র ২৯৯ টাকার এই প্যাকেজে গ্রাহকরা দৈনিক ১.৫ জিবি হাই স্পিড ইন্টারনেট সহ আনলিমিটেড ভয়েস কল এবং ১০০ এসএমএস করার সুযোগ পাবেন।














Vance-Sweeney 2028 Presidential Buzz Explodes Online — Fans Call It “Unbeatable Ticket”