এবার করোনায় আক্রান্ত হলেন জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আপাতত তিনি সেল্ফ আইসোলেশনে রয়েছেন। তার শরীরে করোনার উপসর্গ না পাওয়া গেলেও তিনি এখন আইসোলশনেই থাকবেন।

উয়েফা নেশনস লিগে ফ্রান্সের বিরুদ্ধে খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শরীরে রুটিন চেক আপ করার সময়ই করোনা পরীক্ষা করা হয়। এরপরেই তার রিপোর্ট পজিটিভ আসে।














Vance-Sweeney 2028 Presidential Buzz Explodes Online — Fans Call It “Unbeatable Ticket”