বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরেছেন। ফলও পেয়েছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক ডিজিটাল ক্রিয়েটর নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ঝলকই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
View this post on Instagram
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘হোয়াটস অ্যাপ স্ট্যাটাস কিং’ নামের একটি ইনস্টা পেজ থেকে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নেওয়া হয়েছিল বেশ কিছু সময় আগে। এই ঝলকে এক যুবতীকে ‘ফেভিকল’ গানের তালেই দুর্দান্ত দক্ষ নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। নেটনাগরিকদের একাংশের মতে পর্দার কারিনা কাপুর খানকেও রীতিমতো টেক্কা দিয়েছেন তিনি। এদিন মানানসই লাল পোশাকে রিল বানিয়েছিলেন ঐ যুবতী। এই মুহূর্তে একাংশের মাঝে এই ঝলকের সূত্র ধরে প্রশংসিত হতেও দেখা গিয়েছে তাকে। আপাতত, সেই সূত্রেই একাংশের মাঝে চর্চিত এই যুবতী।














Florence Pugh Speaks Out on Zach Braff’s “Unfair” Treatment Over Their 21-Year Age Difference