সোশ্যাল মিডিয়ায় আজকাল ভাইরাল ভিডিওর ছড়াছড়ি। অনেক ধরনের ভিডিও আপনারা প্রতিদিন ইউটিউব ইনস্টাগ্রাম এছাড়াও অনেক প্ল্যাটফর্মে দেখতে পান। এরকম কিছু ভিডিওর ভিড়ে মাঝে মধ্যে কিছু ভালো ভিডিও হারিয়ে যায়। তবে, কিছু দর্শক এমন রয়েছেন যারা খুঁজে হলেও সেই ভালো ভিডিও দেখেন এবং তারা সেই ভিডিওর প্রশংসা করেন। আজকের কথা সেই রকমই একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলা একটি পাঞ্জাবি গানের উপরে দারুন নাচ করছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে, একজন দেশি ভাবীকে পাঞ্জাবি একটি গানের উপরে জমকালো নাচ করতে দেখা গেছে, যা দেখে ব্যবহারকারীরা তাদের মন হারাচ্ছেন। এই দেশি বৌদির নাচের চেয়েও বেশি আলোচিত হচ্ছে তার স্টাইল। দেশি ভাবীর নাচের ভিডিও দেখে রীতিমতো পাগল হয়ে যাচ্ছেন ব্যবহারকারীরা।
এই ভিডিওতে ওই বৌদিকে দেখা যাচ্ছে একটি কমলা রঙের শাড়ি পরে। তার সাথেই একটি ডিজাইনার কালো রঙের ব্লাউজ রয়েছে তার পরনে। এই ড্রেস এমনিতেই এতটা জাকজমকপূর্ণ যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তার জলওয়া ছড়িয়ে পড়ছে। এই ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এবং অনেক ব্যবহারকারী এই ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখছে। তিনি যে গানের উপরে নাচ করছেন, সেটা হলো ঘানা নশিলা রূপ তেরা। এই গানটি একটা সময়ে বিশাল আলোচনায় এসেছিল। সব মিলিয়ে এই ভিডিওটি সবার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে সহজেই। দেখে নিন এই ভিডিওটি।














Talanoa Hufanga: Broncos Defense Will Decide Week 10 vs Raiders