শেষ কয়েক বছর ধরে বলিউডের উপর আধিপত্য বিস্তার করেছে বিভিন্ন দক্ষিনী সিনেমা। আগেকার দিনে টানটান অ্যাকশন সিকোয়েন্স বা সুপার ডুপার ফাইটের কথা বললেই বলিউড সিনেমার কথা মাথায় আসত। কিন্তু বর্তমানে বাজি পাল্টে গেছে। দক্ষিণী সিনেমার অসাধারণ স্ক্রিপ্ট এবং মানানসই অ্যাকশন পছন্দ হচ্ছে গোটা দেশবাসীর। এর পাশাপাশি অনেক আইকনিক দক্ষিণী তারকাদের ব্যাপক অভিনয় মন জয় করে নেয় আপামর দেশবাসীর। তবে এই ইন্ডাস্ট্রি বর্তমানে চর্চায় রয়েছে একটি বিতর্কিত সিনেমার কারণে।
আশা করি সকলেই বুঝে গিয়েছেন কোন সিনেমার কথা বলা হচ্ছে। শেষ কিছু দিন ধরে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক চর্চায় রয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। এই সিনেমার রিলিজের পর থেকেই নেটিজেনদের মধ্যে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে। এই সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন সকলেই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একাকার হয়ে সকলের কাছে উপভোগ্য হয়ে উঠছে এই সিনেমা। তবে আবার একদল মানুষ সিনেমার গল্প নিয়ে প্রতিবাদ করছেন। এমনকি দেশের কিছু রাজ্যে এই সিনেমা ব্যান করে দেওয়া হয়েছে।
তবে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন বিশিষ্টরা। বিবেক অগ্নিহোত্রি, রানাওয়াত প্রমুখরা এই সিনেমার ব্যাপক প্রশংসা করেছেন। এছাড়া টিভি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ দেবলীনা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়েছেন যে তিনি এই বিতর্কিত সিনেমার তাঁর মুসলিম স্বামীর সাথে দেখতে গিয়েছেন। তাদের এই সিনেমা দেখতে কোনো অসুবিধা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, দেবলীনা ভট্টাচার্য টিভি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকা যিনি ‘সাথ নিভায় সাথিয়া’ সিরিয়ালে গোপীবহুর ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি ২০২২ সালে তাঁর মুসলিম বয়ফ্রেন্ড শাহনাজ শেখের সাথে বিয়ে করেন।














Kim Kardashian’s Sheer Lace Dress by the Sea Breaks the Internet — See the Viral Photos