আজকালকার দিনে ভারতে ওয়েব সিরিজের একটা ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে। ভারতের মানুষজন আজকাল ছোট স্ক্রিনে সিনেমা ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করেন। ডাউনলোড করে ওয়েব সিরিজ দেখার প্রবণতা আজকাল সকলের মধ্যেই রয়েছে। সেই কারণে আজকাল বেশ কিছু ওটিটি প্লাটফর্ম লঞ্চ করেছে যেখানে আপনারা নতুন নতুন ওয়েব সিরিজ দেখতে পাচ্ছেন। এরকমই কিছু ওয়েব সিরিজ প্লাটফর্ম এর মধ্যে অন্যতম হলো উল্লু, কোকু ইত্যাদি। এই সমস্ত প্লাটফর্মে আপনারা এমন কিছু ওয়েব সিরিজ দেখতে পান যা হয়তো সাধারণভাবে কোন ওয়েব মিডিয়া প্লাটফর্মে দেখানো হবে না। এই সমস্ত ওয়েব সিরিজে থাকে এমন কিছু দৃশ্য যা আপনি হয়তো সকলের সাথে দেখতে পছন্দ করবেন না। কিন্তু আপনি যে এই ধরনের সিরিজ দেখতে চাইবেন না এরকমটা নয়। আজকে এই প্লাটফর্মের একটি নতুন ওয়েব সিরিজের ব্যাপারে আমরা কথা বলতে চলেছি।
আপনাদের জানিয়ে রাখি এই নতুন ওয়েব সিরিজের নাম হলো খুল যা সিম সিম। এই ওয়েব সিরিজটি সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম উল্লুতে রিলিজ হয়েছে এবং এই ওয়েব সিরিজে আপনাদের জন্য রয়েছে অবাধ যৌন দৃশ্যের সম্ভার। একাধিক ঘনিষ্ঠ দৃশ্য থাকার কারণে এই ওয়েব সিরিজ হয়েছে এডাল্ট রেটেড। এই সিরিজের গল্পটি মূলত তৈরি হয়েছে একটি দম্পতিকে কেন্দ্র করে। তবে এই দম্পতির মধ্যেকার সম্পর্ক কিন্তু খুব একটা সুখকর নয়। বিয়ের পর থেকেই জানা যায় এই ছবির মুখ্য মহিলা চরিত্র অর্থাৎ সিমরানের স্বামী যৌনতার দিক থেকে অক্ষম এবং তিনি সিমরানের যৌন চাহিদা মেটাতে পারেন না।
তবে যৌবনের দিক থেকে সিমরান গ্রামের অন্যান্য মহিলাদের টেক্কা দিয়ে থাকেন। অন্যদিকে তার অতৃপ্ত শরীর যেনো যৌনতার বাঁধ মানতে চায় না। কিন্তু এই অবস্থায় সে কি করবে। তাই অবশেষে সে একজন মহিলার মাধ্যমেই তার শারীরিক চাহিদা পূরণ করেন। কিন্তু, এই অস্বাভাবিক সম্পর্ককে কি সমাজ মেনে নেবে? এই নিয়েই পুরো গল্পটা বুনেছেন এই ওয়েব সিরিজের নির্মাতারা। এই ওয়েব সিরিজে সিমরানের চরিত্রে অভিনয় করে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী নিকিতা চোপড়া। একাধিক সাহসী দৃশ্যে দুর্দান্ত অভিনয় করে তিনি ওয়েব সিরিজ দুনিয়ায় নিজের একটা পরিচয় তৈরি করেছেন। তিনি ছাড়াও এই ওয়েব সিরিজ অভিনয় করেছেন দেবশ শিহাল, কুদান কুমার এবং মিনা নৈথিনীর মতো কলাকুশলীরা। তবে এই ওয়েব সিরিজ দেখতে হলে আপনাকে কিন্তু উল্লু অ্যাপের সাবস্ক্রিপশন গ্রহণ করতে হবে।














Kim Kardashian’s Sheer Lace Dress by the Sea Breaks the Internet — See the Viral Photos