Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাঙালি নায়িকার ঠোঁটে ঠোঁট রাখলেন ইমরান হাশমি, রোম্যান্সে মাতলেন তারকা জুটি

Updated :  Wednesday, March 13, 2024 10:05 AM

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি শীঘ্রই ‘শোটাইম’ ওয়েব সিরিজে বাঙালি অভিনেত্রী মৌনি রায়ের সাথে জুটি বেঁধে দর্শকদের মুখোমুখি হবেন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার, যা ইতিমধ্যেই নেটমাধ্যমে ঝড় তুলেছে। কারণ, ট্রেলারে ইমরান ও মৌনির একটি উষ্ণ চুম্বনের দৃশ্য সামনে এসেছে। আর এমনিতেই এই লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়াতে ইমরান হাশমি বারবার চর্চায় আসেন তাঁর হট কিসিং সিন এর জন্য। খুব পুরনো না হলেও, হিন্দি রোমান্টিক মুভি ‘আশিক বানায়া আপনে’ একটা সময় ব্যাপক জনপ্রিয় ছিল দর্শকদের মধ্যে। আর হবে নাই বা কেন। এর প্রধান কারণ ছিল কিস স্পেশালিস্ট ইমরান হাশমি। সেইসঙ্গে ছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সিনেমাটির বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ক্লিপ আজও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়।

এই সিনেমা রিলিজ করার পর থেকেই যুবক যুবতীরা ইমরান হাশমির কিসিং সিন দেখে রোমান্টিকতা এর জাদুতে মেতেছিলেন। আবার সেই দিন ফিরে আসছে। এবার রহস্যে ভরা গল্পের উপর ভিত্তি করে নির্মিত এই ‘শোটাইম‘ সিরিজটি বাজারে বাজিমাত করবে। এটি পরিচালনা করেছেন মিহির দেশাই ও অর্চিত কুমার। করণ জোহর প্রযোজিত এই ওয়েব সিরিজে ইমরান ও মৌনির পাশাপাশি নাসিরুদ্দিন শাহ, রাজীব খান্ডেলওয়াল, বিজয় রাজ এবং শ্রিয়া শরণ-এর মতো অভিনেতা-অভিনেত্রীরাও অভিনয় করেছেন।

মৌনি রায় এই সিরিজে ইয়াসমিন আলি চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারে প্রকাশিত ইমরান ও মৌনির চুম্বন দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। ৮ মার্চ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই সিরিজটি। বহু বছর ধরে বলিউড থেকে দূরে ছিলেন ইমরান হাশমি। সম্প্রতি সালমান খানের বিপরীতে ‘টাইগার ৩’-তে খলনায়ক চরিত্রে তাকে দেখা গেছে। ‘শোটাইম’-এর মাধ্যমে তিনি আবারও দর্শকদের মন জয় করার চেষ্টা করছেন। এই ওয়েব সিরিজ কতটা সাফল্য অর্জন করতে পারে, তা সময়ই বলে দেবে।