Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Indian Railways: আর দাঁড়িয়ে নয়, এবার আপনিও কাটাতে পারবেন রেলের সিটের টিকিট, জানুন বিস্তারিত

Updated :  Thursday, November 28, 2024 6:20 PM

আপনি যদি ভারতীয় রেলের একজন নিত্যযাত্রী হন এবং ভারতীয় রেলের যাত্রা উপভোগ করতে পছন্দ করেন, তবে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ, আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য ভারতীয় রেলের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি, যেটি জানার পর ভারতীয় রেলের যাত্রা আপনার জন্য আরও আরামদায়ক হয়ে উঠবে। তবে তথ্যটি সম্পর্কে জানার পূর্বে আমরা আপনাদের বলি, বর্তমানে ভারতীয় রেল পৃথিবীর বৃহত্তম রেল যোগাযোগ ব্যবস্থা গুলির মধ্যে অন্যতম। আপনার জানলে অবাক হবেন, লোকাল এবং এক্সপ্রেস ট্রেন মিলিয়ে ভারতীয় রেল প্রতিদিন প্রায় ১৫ হাজারের বেশি ট্রেন অপারেট করে।

এখানেই শেষ নয়, প্রতিদিন ভারতীয় রেলের এই বিশাল কর্মযজ্ঞের সুবিধা গ্রহণ করেন প্রায় ২ কোটির বেশি মানুষ। যারা ভারতীয় রেলের যাত্রা উপভোগ করে নিজেদের গন্তব্যে পৌঁছান। তবে এবার ভারতীয় রেল যাত্রীদের জন্য একটি সুবিধাজনক প্রকল্প বাস্তবায়ন করতে চলেছে। এবার থেকে যাত্রীদের আর দাঁড়িয়ে নয়, বরং ট্রেনে সিট বুকিং করে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। ফলে, দীর্ঘ ভোগান্তির হাত থেকে এবার চিরতরে মুক্তি পেতে চলেছেন অফিসগামী যাত্রীরা।

ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত পাঁচটি ট্রেনে এই সুবিধা দিতে চলেছে তারা। স্বল্প দূরত্বের এক্সপ্রেস ট্রেন গুলিতে এই সুবিধা গ্রহণ করতে পারবেন নিত্যযাত্রীরা। পাঁচটি ট্রেন যেমন- ১২৩৩৭/১২৩৩৮ হাওড়া – বোলপুর – হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস , ১২৩৩৯/১২৩৪০ হাওড়া – ধানবাদ – হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস, ১২৩৪১/১২৩৪২ হাওড়া – আসানসোল – হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস , ১৩০১১/১৩০১২ হাওড়া – মালদা – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস এবং ০৩০৪৭/০৩০৪৮ হাওড়া – রামপুরহাট – হাওড়া বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনগুলিতে লাগছে অতিরিক্ত ৩টি কোচ সংযোজন করে এই সুবিধা উপলব্ধ করাতে চলেছে ভারতীয় রেলওয়ে।