Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিশ্বকাপের জন্য ভারতীয় দল বেছে নিলেন গৌতম গম্ভীর, দেখে নিন কারা জায়গা পেলেন শক্তিশালী স্কোয়াডে?

Updated :  Tuesday, September 5, 2023 10:21 AM

চলতি এশিয়া কাপের মেগা আসর শেষ হতে না হতেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে টিম ইন্ডিয়া। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন একদিনের বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। বিশেষত আসন্ন বিশ্বকাপে কারা ভারতের শক্তিশালী স্কোয়াডে জায়গা পাবেন, সেই প্রশ্ন এখন ক্রিকেট পাড়ায়। এদিকে, এশিয়া কাপের ময়দানে নিজের পছন্দের সেরা স্কোয়াড বেছে নিলেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, গৌতম গম্ভীরের নজরে ভারতের সেরা স্কোয়াড কি হতে চলেছে?

ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর আসন্ন ওডিআই বিশ্বকাপ উপলক্ষে যে শক্তিশালী স্কোয়াড বেছে নিয়েছেন, তাতে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে জায়গা দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমান গিলকে। তাছাড়া টপ অর্ডারে বিরাট কোহলি এবং কে এল রাহুলকে রেখেছেন গৌতম গম্ভীর। উইকেট রক্ষক ঈশান কিষানের সাথে হাই-হিটার হিসেবে দলে জায়গা পেয়েছেন সূর্য কুমার যাদব।

পাশাপাশি, অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার পাশাপাশি ওয়াশিংটন সুন্দরকে জায়গা দিয়েছেন তিনি। তাছাড়া স্পিনার হিসেবে উইকেট টেকার কুলদীপ যাদবকে পছন্দের তালিকায় রেখেছেন গৌতম গম্ভীর। শুধু তাই নয়, পেস বোলার হিসেবে মোহম্মদ সিরাজ জসপ্রীত বুমরাহ এবং মোহম্মদ সামিকে পছন্দ করেছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার।

গম্ভীরের বিশ্বকাপের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিশন, অক্ষর পটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণ, মোহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং মোহম্মদ সামি।