Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুজোর মরশুমে নতুন সুখবর, ৫,৭০০ টাকা সস্তায় বিকোচ্ছে সোনা

Updated :  Monday, October 17, 2022 7:22 PM

দীপাবলি এবং ধনতেরাস উপলক্ষে আপনি যদি সোনা ও রুপোর গয়না কিনতে চান, তাহলে আপনার জন্য আছে বড়ো সুখবর। তাহলে চলুন জেনে নেওয়া যাক, আজকের সর্বশেষ সোনা ও রুপোর দাম। দীপাবলির আগে সোনা ও রুপোর চাহিদা ক্রমাগত বাড়ছে। ক্রমাগত নিম্নমুখী থাকার পরে এবারে উপর দিকে যেতে শুরু করেছে সোনা ও রুপোর দাম। অর্থাৎ গতকালের তুলনায় আজকে সোনা এবং রুপোর দাম কিছুটা হলেও ঊর্ধ্বমুখী বলা চলে।

গত কয়েকদিন ধরে এই সোনার পাশাপাশি রুপোর দাম বেশ অনেকটাই উপর দিকে চলছে। বহুদিন নিম্নমুখী থাকার পর এবারে সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৫১,০০০ টাকা। অন্যদিকে প্রতি কিলোগ্রাম রুপোর দাম ৫৬ হাজার টাকা। তবে সর্বকালের সর্বোচ্চ স্তর থেকে সোনা এখনো পর্যন্ত ৫৭০০ টাকা নিচে চলছে। অন্যদিকে রূপো চলছে ২৩৯০০ টাকা কমে।

সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এর দামে ডিসেম্বরের জন্য সোনার ফিউচার ভ্যালু দাঁড়িয়েছে ১০ গ্রামে ৫০,৮৩০ টাকা। অন্যদিকে রুপোর ফিউচার দর দাঁড়িয়েছে প্রতি কিলোগ্রামের ৫৫,৬৬৪ টাকায়। গত ট্রেডিং সেশানে ডিসেম্বর মাসের জন্য সোনার ফিউচার দর দাঁড়িয়েছিল প্রতি দশ গ্রামে ৫০,২৬০ টাকা। আর রুপোর ফিউচার দর দাঁড়িয়েছিল প্রতি কিলোগ্রাম ৫৫,২২৬ টাকা। সেই তুলনায় আজকের দাম অনেকটাই বেশি চলছে।