সোমবার, ১৩ মে দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। এর মাঝেই সরকারি তেল বিপণন সংস্থাগুলির তরফে আপডেট করা হয়েছে পেট্রোল (Petrol Price) ও ডিজেলের নতুন দাম। প্রতিদিন সকালে সরকারি তেল বিপণন সংস্থা গুলি জ্বালানির দাম আপডেট করে। ভোটের বাজারে সোমবার কলকাতায় কত হল পেট্রোল আর ডিজেলের দাম?
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার দেশের বিভিন্ন শহরে জ্বালানির দামে কোনো পরিবর্তন হয়নি। আগের দামেই কেনা যাবে পেট্রোল এবং ডিজেল। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০৩.৯৪ টাকা। অন্যদিকে নয়া দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা অর্থাৎ কলকাতার থেকে প্রায় ১০ টাকা কম। রাজধানী শহরে ডিজেলের দাম ৮৭.৬২ টাকা প্রতি লিটার। উল্লেখ্য, বিগত ৬০ দিনে নয়াদিল্লিতে জ্বালানির দামে কোনো পরিবর্তন হয়নি।
দেশের মেট্রো শহরগুলির মধ্যে জ্বালানির দামের দিক দিয়ে মুম্বই সবথেকে এগিয়ে রয়েছে। মুম্বইতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৪.২১ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৯২.১৫ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০.৭৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯২.৩৪ টাকা। তবে হায়দ্রাবাদে পেট্রোলের দাম মুম্বই এর থেকেও বেশি, প্রতি লিটারে ১০৭.৪১ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯৫.৬৫ টাকা।
উল্লেখ্য, ভারত যেহেতু বহুল পরিমাণে তেল আমদানি করে, তাই এ দেশে পেট্রোল এবং ডিজেলের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপরে। বিশ্ব বাজারে যদি অপরিশোধিত তেলের দাম বাড়ে তাহলে দেশেও পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে থাকে পাল্লা দিয়ে। উল্লেখ্য ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP এর সঙ্গে সিটি কোড লিখে 9224992249 নম্বরে পাঠালে ফোনেই পেয়ে যাবেন জ্বালানির দাম। অন্যদিকে BPCL গ্রাহকদের ক্ষেত্রে নম্বরটি হল 9223112222।














