Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রেশন কার্ডধারীদের জন্য সুখবর! একসঙ্গে মিলছে ৩ মাসের রেশন – কীভাবে তুলবেন জানুন

Updated :  Wednesday, June 4, 2025 8:01 AM

বর্ষা আসার আগেই সরকারের তরফে বড়সড় পদক্ষেপ। এবার জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাসের রেশন একসঙ্গে তুলে নিতে পারবেন রেশন কার্ডধারীরা। দেশের প্রায় ৮০ কোটি নাগরিক এই সুবিধার আওতায় পড়ছেন। দুর্যোগজনিত সমস্যা এড়াতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, দেশের প্রত্যেক রেশন কার্ডধারী ব্যক্তিকে প্রতি মাসে ৫ কেজি করে চাল বা গম বিনামূল্যে দেওয়া হয় ‘ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট’ (NFSA)-এর আওতায়। বর্ষাকালে প্রায়শই রেশন বণ্টনের কাজ ব্যাহত হয়। এমন পরিস্থিতি এড়াতে আগেভাগে তিন মাসের রেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কী থাকছে রেশনে?

এই রেশনের মধ্যে থাকছে চাল, গম ছাড়াও প্রয়োজনীয় কিছু খাদ্যসামগ্রী। এবার বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে পুষ্টির উপর। তাই রেশনে দেওয়া হচ্ছে fortified rice, অর্থাৎ পুষ্টি-বর্ধিত চাল। অপুষ্টি প্রতিরোধে এটি বড় ভূমিকা নেবে বলে মনে করছে প্রশাসন।

কবে থেকে শুরু হয়েছে বণ্টন?

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, মে মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হয়েছে তিন মাসের রেশন বণ্টনের প্রক্রিয়া। যাতে বর্ষা শুরু হওয়ার আগেই উপভোক্তারা তাঁদের প্রাপ্য রেশন হাতে পান এবং কোনও অসুবিধা না হয়।

রেশন তুলতে কী করতে হবে?

উপভোক্তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে e-KYC (Electronic Know Your Customer)। অর্থাৎ রেশন তোলার আগে ডিজিটাল ভাবে নিজেদের পরিচয় যাচাই করাতে হবে। এতে প্রতারণা রোধের পাশাপাশি, প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করাও সহজ হবে বলে মত প্রশাসনের।

প্রায়শই জিজ্ঞাসিত ৫টি প্রশ্ন (FAQ):

১. কেন তিন মাসের রেশন একসঙ্গে দেওয়া হচ্ছে?
বর্ষাকালে লজিস্টিক সমস্যা হয়। রাস্তা, পরিবহন বা স্টক সংক্রান্ত সমস্যা এড়াতে এই সিদ্ধান্ত।

২. কতজন মানুষ এই সুবিধা পাবেন?
প্রায় ৮০ কোটি রেশন কার্ডধারী নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন।

৩. কোন কোন খাদ্যসামগ্রী মিলবে রেশনে?
চাল, গম এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়াও থাকছে fortified rice।

৪. e-KYC বাধ্যতামূলক কেন?
ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে অনিয়ম ও প্রতারণা বন্ধ করা এবং প্রকৃত প্রাপক নিশ্চিত করতেই এটি প্রয়োজন।

৫. রেশন তোলার শেষ তারিখ কবে?
এই বিষয়ে স্থানীয় রেশন ডিলার বা খাদ্য দপ্তরের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য নেওয়া উচিত।