বর্তমান সময়ে সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। আসলে করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ। আর সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্রতিটি প্ল্যাটফর্মের।
তবে এই ডিজিটাল মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি জায়গায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করে। যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা কিন্তু কম নয়। প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখে থাকেন। এক একটি ওয়েব সিরিজে লজ্জার সমস্ত সীমা লঙ্ঘন করা হয়। আপনি এই সমস্ত ওয়েব সিরিজ দেখে লজ্জায় লাল হয়ে যাবেন। ভুল করেও আপনি এই ওয়েব সিরিজ পরিবারের সামনে দেখবেন না।
সম্প্রতি অ্যাডাল্ট ওয়েব সিরিজ দুনিয়াতে জনপ্রিয়তা পাচ্ছে ‘Wow Entertainment‘ ওয়েবসাইট। সিরিজটির নাম, ‘জাদুই ইত্তর‘। ৯ ই নভেম্বর রিলিজ করেছে এই ওয়েব সিরিজ। ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন গুরমিত, পুজা পাড়ল, গৌরব, আমন ঢালিওয়াল, সানি ধিলোঁ, সিমি। গল্পের কেন্দ্রে রয়েছে এক দম্পতি। তারা একটি নতুন বাড়ি দেখতে আসে। এরপর থেকেই স্ত্রীকে চিন্তাগ্রস্ত হয়ে যেতে দেখে স্বামী। সে ভাবে, তার স্ত্রীর ওই বাড়ি পছন্দ হয়েছে। প্রকৃতপক্ষে, ওই বাড়িটির আগের মালিক কিছু নেতিবাচক ঘটনার কারণে বাড়িটি ওই দম্পতিকে বিক্রি করেছে। অপরদিকে বাড়ির বর্তমান মালিকের স্ত্রী অচেনা কারও উপস্থিতি টের পায় ওই বাড়িতে। বারবার এই ধরনের ঘটনার সম্মুখীন হওয়ার ফলে তারা আগের মালিকের কাছে গিয়ে ওই বাড়ি ছেড়ে দিয়ে পয়সা ফেরত চায়। এরমধ্যে জানা যায়, ওই বাড়িতে আত্মহত্যা করেছিল পঁচিশ বছরের এক যুবক, যার অতৃপ্ত আত্মা ওই বাড়িতে ঘুরে বেড়ায়। এমনকি ওই আত্মা ইচ্ছামতো রূপ ধারণ করে। মালিকের স্ত্রী বুঝতে পারে, একাধিক বার ওই আত্মা তার স্বামীর রূপ ধারণ করে তাঁর সাথে ঘনিষ্ঠ হয়েছে। আপনি এই ওয়েব সিরিজ দেখতে চাইলে এখানেই দেখে নিতে পারেন।














Vance-Sweeney 2028 Presidential Buzz Explodes Online — Fans Call It “Unbeatable Ticket”