Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Janhvi Kapoor: সোশ্যাল মিডিয়ায় এমন ছবি শেয়ার করলে জাহ্নবী কাপুর, ছবি দেখে বেড়ে গেল ভক্তদের হার্টবিট

Updated :  Thursday, September 8, 2022 10:40 PM

জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। শ্রীদেবী কন্যা হিসেবে ছোট থেকেই পরিচিত সে। বনি কাপুর ও শ্রীদেবীর দৌলাতে জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর যে ছোট থেকেই সেলেব কিড হিসেবে বড় হয়েছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। থেকে থেকেই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দেন অভিনেত্রী। সম্প্রতি নিজের সাম্প্রতিক ফটোশুটের সূত্র ধরেই চর্চায় শ্রীদেবী কন্যা।

বর্তমানের অভিনেত্রী হিসেবে জাহ্নবী কাপুর নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক বোল্ড ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। তার অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। ক্যামেরার পাশাপাশি বাস্তবেও যে অভিনেত্রী বেশ সাহসী পোশাকেই দেখা দেন, তা আর বলার অপেক্ষা রাখে না। জাহ্নবী কাপুরের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে চোখ রাখলেই সেই ঝলক মিলবে। সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীরাও তার নামে একাধিক ফ্যান পেজ তৈরি করে রেখেছে, যেখান থেকে প্রায়ই অভিনেত্রীর একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার হতে দেখা যায়।

তবে সম্প্রতি একটি বোল্ড ফটোশুটে অংশগ্রহণ করেছিলেন জাহ্নবী কাপুর। একটি সাদা রঙের স্লিভলেস ক্রপটপ ও নীল রঙের হট প্যান্ট দেখা গিয়েছে তার পরনে। এই পোশাকেই একাধিক পোজে ছবি তুলেছেন জাহ্নবী কাপুর। ফটোশুটের সময় কখনো বসে আবার কখনো দাঁড়িয়ে পোজ দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই পোশাকে খোলা চুলে নুড মেকাপে দেখা মিলেছে তার। নিজের বোল্ড টোনড বডিও শো-অফ করেছেন তিনি। আপাতত নিজের এই বোল্ড ফটোশুটের জন্যই ভক্তদের মাঝে চর্চিত তিনি। এইরূপে সোশ্যাল মিডিয়ার পাতায় আবারো পারদ চড়িয়েছেন অভিনেত্রী। মুগ্ধ হয়েছেন তার অগণিত অনুরাগীরাও, সেকথা কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।

কয়েকদিন আগেই জাহ্নবী কাপুর অভিনীত ‘গুডলাক জেরি’ মুক্তি পেয়েছে ওয়েব প্ল্যাটফর্মে। দর্শকদের মাঝে আবারও তার অভিনয় প্রশংসিত হয়েছে। ছবিতে নিজের চরিত্র ফুটিয়ে তোলার জন্য এক দীর্ঘ পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়েছে অভিনেত্রীকে, সেকথা একাধিক সাক্ষাৎকারে নিজেই উল্লেখ করেছেন তিনি। ডিজনি প্লাস হটস্টার এইচডির সাবস্ক্রিপশন থাকলেই দেখা যাবে এই ছবি।