Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জবার জীবনে ঘনিয়ে আসছে নতুন বিপর্যয়, দেখুন ভিডিও

Updated :  Friday, March 20, 2020 10:31 PM

কৌশিক পোল্ল্যে: বাংলা ধারাবাহিক গৃহবধূদের সন্ধ্যের সময়ের নিত্যসঙ্গী। সারাদিন বাড়ির যাবতীয় কাজকর্ম সেরে তারা ডুব দেন মেগাসিরিয়ালে। একান্তের সঙ্গী সিরিয়াল দেখতে কখনো কখনো অফিস ফিরতি বাড়ির কর্তারাও এসে যোগদান করেন। বাংলা সিরিয়ালের জমজমাট প্লট, ঘটনার ঘনঘটা কিংবা ঘোর বিপদ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা এই সবটুকুই জমিয়ে উপভোগ করার একমাত্র ঠিকানা।

বানিজ্যিক চ্যানেলগুলির মধ্যে বাংলায় বিশেষ খ্যাতি ধরে রেখেছে স্টার জলসা। জলসার একটি বিখ্যাত সিরিয়াল ‘কে আপন কে পর’ তেরোশো পর্বেরও বেশি সম্প্রচারিত হয়ে এখনো সগৌরবে চলছে। এই ধারাবাহিকের মূল অভিনেত্রী জবা বহু বাঁধাবিপত্তি পেরিয়েও আবারো এক নতুন বিপর্যয়ের সম্মুখীন।

আরও পড়ুন : শ্রীময়ীর ধুন্ধুমার দৃশ্য, টিকটকে ভাইরাল বাংলা সিরিয়ালের ভিডিও

স্টার জলসার অফিশিয়াল ফেসবুক পেজে এল 22 শে মার্চের জন্য জমজমাট দুই ধারাবাহিকের পর্ব। প্রোমোতে প্রথমেই ‘শ্রীময়ী’ ধারাবাহিক সংক্রান্ত একটি ক্লিপ নজরে পড়ছে যেখানে তার স্বামী অনিন্দ্য সেনগুপ্ত তার বর্তমান স্ত্রী জুন গুহর সামনে ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন।

ওই একই প্রোমোতে দ্বিতীয় অংশে দেখা যাচ্ছে জবার পুরোনো শত্রু তার মেয়ে কোয়েলের বিয়েতে নানারকম বিঘ্ন সৃষ্টি করতে আসছে। উল্লেখ্য সূর্যশেখর নামক বিশ্বস্ত একজন ও পরিচিতের সঙ্গেই মেয়ের বিয়ে দিচ্ছেন জবা, যদিও জোকার সেজে তাদেরই শত্রু নতুন ফাঁদ পেতে অপেক্ষমান। এ বিপদ কী সামলে উঠতে পারবে জবা? উত্তর মিলবে উক্ত দিনেই। প্রোমোতে উল্লেখ রয়েছে দুটি ধারাবাহিকের জমজমাট দুই পর্ব প্রচারিত হচ্ছে আসন্ন রবিবারে। তাই আর দেরি না করে চটপট দেখে ফেলুন এই ধারাবাহিকগুলির যুগ্ম প্রোমোটি।