বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবার সুবিধা রয়েছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অগ্রগতির সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রত্যেককেই এই মোবাইল ফোন ব্যবহার করতে হয়। কর্মব্যস্ত জীবনের মাঝে টিভি বা রেডিওতে সময় অতিবাহিত করা, প্রায় দেখা যায় না বললেই চলে। পকেট থেকে স্মার্টফোন বার করে মাত্র এক ক্লিকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই।
এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের পলকে বিশ্বের যেকোন প্রান্তে একটি ভিডিও ছড়িয়ে পড়তে পারে। তাই তো অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দরবারে পোস্ট করে থাকেন। ইউটিউব বা ইনস্টাগ্রামের মত সোশাল মিডিয়া সাইটে সবাই সবার ট্যালেন্ট অনুসারে ভিডিও বানিয়ে পোস্ট করে থাকেন। এখন কেরালায় চলছে ওনাম উৎসব। আর তার মাঝেই কেরালার এক ছোট্ট শিশুর অভাবনীয় প্রতিভার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে।
এবারের ভাইরাল ভিডিওতে এক ছোট্ট মেয়েকে দেখা গেছে যে দক্ষিণ ভারতীয় স্টাইলে কাসাভু শাড়ি পরে আছে। এই ওনাম উৎসবের সময় দক্ষিণ ভারতীয়রা এই ট্র্যাডিশনাল কাসাভু শাড়ি পরে থাকেন। এই পোশাকে ওই বাচ্চা মেয়েকে যে ব্যাপক সুন্দরী লাগছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু পরমুহুর্তে ওই বাচ্চা মেয়েটি এমন কাজ করে যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেছে নেট নাগরিকদের। ওই শাড়ি পরেই বাচ্চা মেয়েটি ব্যতিক্রমী পটু কায়দায় স্কেটিং করেছে। তাঁর এমন প্রতিভা ও স্কিল দেখে অবাক হয়ে গেছেন সকলেই। এই ভিডিও দাবানলের মত ইন্টারনেট দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ৮১ লাখের বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। অনেকেই আবার কমেন্ট করে ওই বাচ্চা মেয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
View this post on Instagram














Talanoa Hufanga: Broncos Defense Will Decide Week 10 vs Raiders