Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Malaika Arora: ভক্তদের হার্টবিট বাড়িয়ে দিলেন নায়িকা, চার বছর পর এমন লুকে ফিরলেন অভিনেত্রী মালাইকা

Updated :  Sunday, November 13, 2022 7:41 AM

বলি টাউনে একাধিক অভিনেত্রীর লাস্যময়ী রূপের খোঁচাতে ক্লিন বোল্ড হয়ে যান লাখ লাখ নেটিজেন। তবে হটনেস দিয়ে ভক্তদের পাগল করে দেওয়ার ক্ষমতা রাখেন জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। বয়স বাড়লেও তাঁর শরীর ও মন যেন ২০ বছরের এক যুবতীর। ফিটনেস ফ্রিক অভিনেত্রীর শরীরী ভাঁজের ফাঁদে মন হারিয়েছেন লাখ লাখ পুরুষ। এছাড়াও নিজের থেকে ১০ বছরের ছোট অর্জুন কাপুরের সাথে মাখোমাখো সম্পর্ক রেখে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে থাকেন তিনি। তবে সম্প্রতি বলিউড সিনেমার একটি ট্রেলারের ঝলক চর্চায় এনেছে মালাইকাকে।

আসলে বড় সুখবর রয়েছে মালাইকা ভক্তদের জন্য। দীর্ঘ কয়েক বছর বাদে আবার আইটেম গানে নাচতে দেখা যাবে ছাইয়া ছাইয়া গার্ল মালাইকাকে। জনপ্রিয় বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার পরবর্তী সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমায় আইটেম ডান্স করছেন এই ফিটনেস ফ্রিক অভিনেত্রী। প্রায় চার বছর বিরতির পর মালাইকাকে আবার আইটেম গার্ল হিসেবে দেখা যাবে এটা ভেবেই খুশি হচ্ছেন ফ্যানেরা।

সম্প্রতি ছবির প্রযোজক ভূষণ কুমার বলেছিলেন যে এই ছবিতে বলিউডের নায়কের গল্প দেখানো অনেক গান রয়েছে। তবে মালাইকাকে আইটেম নম্বর করতেও দেখা যাবে সে রহস্য তিনি প্রকাশ করেননি। তবে ট্রেলারে যে ঝলক দেখা গেছে, তাতেই মালাইকার ভক্তদের উত্তেজিত করেছে। চার বছর পর এমন সুযোগ এসেছে, যখন কোনো ছবিতে আবারও দেখা যাবে মালাইকাকে। এই ছবিতে তিনি কোনো চরিত্রে অভিনয় করছেন কিনা তা এই মুহূর্তে স্পষ্ট নয়। প্রসঙ্গত উল্লেখ্য, নিজের ক্যারিয়ারে একাধিক আইটেম সং করেছেন মালাইকা। দাবাং-এ মালাইকার মুন্নি বদনাম, হাউসফুল ২-এ আনারকলি ডিস্কো চালি এবং কান্তে-তে মাহি ভে-এর মতো আইটেম নম্বরগুলি আজও জনপ্রিয় ইন্টারনেটে।