ডিজিটাল প্লাটফর্মের নতুন সংযোজন ওয়েব সিরিজ মানেই টানটান উত্তেজনা। বিগত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়া প্রেমীদের বিনোদনের একমাত্র রসদ হয়ে উঠেছে ওয়েব সিরিজ। ২০২০ সালে করোনা মহামারীর সময় যখন গোটা বিশ্বের ফিল্ম ইন্ডাস্ট্রি স্তব্ধ হয়ে গিয়েছিল, তখন থেকে ডিজিটাল প্লাটফর্মে শুরু হয় ওয়েব সিরিজের সফল পথে চলা। যদিও ২০১৮ সালের শেষ লগ্নে উল্লু, প্রাইম শর্ট, নেটফ্লিক্স সহ এমএক্স প্লেয়ারের মত হাতেগোনা কয়েকটি প্ল্যাটফর্ম থেকে রিলিজ করা হতো ওয়েব সিরিজ। তবে সেই সমস্ত ওয়েব সিরিজ গুলি ছিল কৌতুক জাতীয় কিংবা থ্রিলার জাতীয়।
বিগত কয়েক বছরে ডিজিটাল প্লাটফর্মের হাত ধরে বিনোদন প্রেমীদের জন্য যুক্ত হয়েছে ‘ইরোটিক’ জাতীয় ওয়েব সিরিজ। বর্তমানে প্রায় প্রতিদিন কোন না কোন ডিজিটাল প্লাটফর্ম থেকে রিলিজ করা হচ্ছে একের পর এক সাহসী ওয়েব সিরিজ। আজকের দিনে দাঁড়িয়ে একথা বলার অপেক্ষা রাখে না যে, যে ওয়েব সিরিজে যৌ*তার পরিমাণ যত বেশি, সেই ওয়েব সিরিজের চাহিদা বিনোদনপ্রেমীদের কাছে তত বেশি। আপনারা জানলে অবাক হবেন, বর্তমানে ডিজিটাল প্লাটফর্মে এমন একাধিক সাহসী ওয়েব সিরিজের অস্তিত্ব রয়েছে, যেগুলি উপার্জনের দিক থেকে ছাড়িয়ে গেছে বলিউডের হাই-বাজেট সিনেমাকেও।
আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য এমন একটি সাহসী ওয়েব সিরিজের গল্প নিয়ে এসেছি, যেটি এই তীব্র শীতের মধ্যেও আপনাকে উষ্ণতা প্রদান করবে। গত বছর উল্লু অ্যাপে রিলিজ করা হয়েছিল “মালতি” নামের একটি সাহসী ওয়েব সিরিজ। যার গল্পটি বেশ পছন্দ করেছিলেন বিনোদনপ্রেমীরা। এবার সেই ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব আরও সাহসিকতার দৃশ্য নিয়ে রিলিজ হতে চলেছে উল্লু অ্যাপে।
সদ্য রিলিজ হওয়া ট্রেলারে দেখা যাচ্ছে, বাড়িতে মালতি নামের একজন মহিলা বেড়াতে এসেছেন। যার সেক্সি ফিগার এবং চরম হটনেস দেখে তার সাথে ঘনিষ্ঠ মুহূর্ত উদযাপন করতে পাগল হয়ে ওঠেন বাবা এবং ছেলে। তবে শেষের ক্লাইম্যাক্স আনে ওই বাড়ির মেয়ে। যে মালতির প্রেমে পড়ে যায় এবং তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের সমস্ত চেষ্টা করতে থাকে। এর পরের ঘটনা দেখতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে উল্লুতে। রইল ট্রেলার-














Vance-Sweeney 2028 Presidential Buzz Explodes Online — Fans Call It “Unbeatable Ticket”