Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্বপ্না চৌধুরীর গানে সাহসী নাচে হৃদয় উড়িয়ে দিল Muskan Baby, চাল দেখে সবাই স্তব্ধ

Updated :  Wednesday, August 16, 2023 9:55 AM

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হরিয়ানভি গানের ঝলক প্রায়ই ভাইরাল হতে থাকে। এমন ধরনের ঝলকে দেখা মেলে একাধিক হরিয়ানভি নৃত্যশিল্পীর। আর সেইসমস্ত পরিচিত হারিয়ানভি নৃত্যশিল্পীদের মধ্যে মুসকান বেবি অন্যতম। মঞ্চে তার নাচ দেখার অপেক্ষায় থাকেন বহু হরিয়ানভি মানুষরা। তিনি যে নিজের নাচের প্রতিভার সূত্র ধরেই বহুমানুষের মাঝে পৌঁছে গিয়েছেন, সেকথা আর আলাদাভাবে বলার নয়। সম্প্রতি তারই নাচের আরো এক ঝলক উঠে এসেছে চর্চায়।

‘তাশান হরিয়ানভি’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকেই মুসকান বেবির এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল ৬ মাস আগে। আপাতত নেটদুনিয়ায় তার নাচের এই ঝলকটি পৌঁছে গিয়েছে ৫ লাখের কাছাকাছি মানুষের কাছে। তিনি স্টেজে উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। এই ঝলকেও অন্যথা ঘটেনি তার। সাম্প্রতিক ঝলকে ধামাকেদার হরিয়ানভি গান ‘মেরা কেয়া দেখেগা ভার্তার’এর তালেই স্টেজ কাঁপাতে দেখা গিয়েছে মুসকান বেবিকে। মঞ্চে পারফর্ম্যন্সের সময় তার উচ্ছ্বাস দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন উপস্থিত সমস্ত দর্শকরাই। রইল ঝলক।

৬ মাস আগেকার এই ঝলকে মুসকান বেবিকে ছাই রঙের সিল্কের একটি সালোয়ার কামিজেই দেখা গিয়েছিল। ‘মেরা কে দেখেগা ভার্তার’এর তালে নৃত্য পরিবেশন করে উপস্থিত সকল দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। তার পারফর্ম্যান্স আনন্দ দিয়েছিল সকলেই, সেকথা ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি ৬ মাস আগের এই নাচের ঝলকটি পুনরায় ভাইরাল হতেই আবারো নেটজনতার একাংশের মাঝে ও হরিয়ানভি দর্শকদের মাঝে চর্চার আলো কেড়েছেন অন্যতম জনপ্রিয় প্রথম সারির হরিয়ানভি নৃত্যশিল্পী মুসকান বেবি।