Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Monalisa Hot Dance: ‘আঙ্গ লাগা দে’, সাদা শাড়িতে নেচে ভক্তদের মন কাড়লেন ভোজপুরি অভিনেত্রী মোনালিসা, দেখুন ভিডিওর ঝলক

Updated :  Thursday, December 22, 2022 2:53 PM

অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসারও করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময়ও কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলক নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর খুব স্বাভাবিকভাবেই তা ভাইরালও হয় নিমেষে।

খুব সম্প্রতি দঙ্গল টিভিতে শুরু হয়েছে ‘ফব্বারা চৌক’। সোম থেকে শনি দঙ্গল টিভিতে সন্ধ্যা ৭’টার সময় সম্প্রচারিত হয় এই শো। ৫’ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এটি। সম্প্রতি ‘ফব্বারা চৌক’এর শুটিং ফ্লোর থেকেই নিজের শাড়ি লুক শেয়ার করে নিয়েছেন তিনি। এই শোতে ‘রমা’র চরিত্রেই দেখা যায় মোনালিসাকে। এই মুহূর্তে সেই চরিত্রের সাজেই দেখা দিয়েছেন অভিনেত্রী। চরিত্রের সাজে শুটিং সেটের মধ্যেই বলিউডের ‘রাম লীলা’র ‘আঙ্গ লাগা দে রে’র তালে সাদা ট্রান্সপারেন্ট শাড়িতে মোহময়ী হতে দেখা গিয়েছে মোনালিসাকে। বলাই বাহুল্য খোলা চুলে, হালকা সাজে রমার চরিত্রে এদিন মুগ্ধ করেছেন ভক্তদের। কাজের ফাঁকে পর্দার রমা নিজের এই সাম্প্রতিক রিল ভিডিওটি বানিয়েছে, যা এই মুহূর্তে রীতিমতো ভাইরাল। সবসময়ই তার লুক নজর কাড়ে তার ভক্তদের। এবারেও অন্যথা হয়নি তার। নিজের সাম্প্রতিক বোল্ড শাড়ি লুক তাকে পুনরায় নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় নিয়ে এসেছে।