টেলিভিশনের থেকে এখন বেশি জনপ্রিয় বিনোদনের জায়গা হল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও এখন মানুষের কাছে বিনোদনের একমাত্র মাধ্যম। আমাদের জীবন সামাজিক মিডিয়া ছাড়া স্থবির হয়ে পড়েছে। আমরা ব্যস্ত দিনের মাঝে একটি মুহুর্ত বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়ায় নির্ভর করি। আমাদের ভারতীয়দের মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বিবাহ। বিবাহের পর প্রত্যেকটি মানুষের জীবনধারণ পাল্টে যায়। পাল্টে যায় সবরকম দায়িত্ব। শুধু পাল্টায় না বিবাহের পর সাংসারিক দায়িত্ব বেড়ে যায়। একে অপরের হৃদয়ের মিলনের সামাজিক স্বীকৃতি মেলে এই বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে। আর বিনা উৎসব, আনন্দ অনুষ্ঠান ছাড়া বিবাহ সম্পন্ন হয় না। ছোট হোক কিংবা বড় বিবাহ অনুষ্ঠান আবশ্যিক।
নিত্যদিন আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বেড়ে চলেছে। মানুষ এটি এমন একটি প্লাটফর্ম হিসেবে ধরে নিয়েছে যার মাধ্যমে সারা বিশ্বের কাছে নিজেকে এবং নিজের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হয়। যত দিন যাচ্ছে ততই মানুষ যেন আরো বেশি এই ডিজিটাল দুনিয়ার ওপরে নির্ভর হয়ে পড়ছে।

নিত্যদিন আমরা কিছু না কিছু নতুন ঘটনার সাক্ষী ঘরে বসেই।এই সোশ্যাল মিডিয়ায় নানান রকমের ঘটনার সাথে সাথে আমরা সাধারন মানুষের এমন অনেকই সুপ্ত প্রতিভার সন্ধান পাচ্ছি যা তার জীবনকে অন্য মাত্রায় নিয়ে যেতে সাহায্য করে।এখনকার বাস্তব জীবনে যে ব্যস্ততা এবং নিজেকে শীর্ষে পৌঁছানোর জন্যে যে প্রতিযোগিতা তার জন্য নিয়ত লড়াই করে চলেছি আমরা সকলেই, এই ব্যস্ততা থেকেই নিজের মনকে কিছুটা মুক্ত করার জন্য আমরা এই সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হই। বিভিন্ন ঘটনার সাথে সাথে নানা রকম মানুষের নানারকম প্রতিভা নাচ-গান আঁকা ইত্যাদি সব রকমের প্রতিভার ই ঝালক আমরা দেখতে পাই।
এই লকডাউন এ সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের ঝোঁক আরো বেশি করে বেড়েছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই নিজদের সময় কাটিয়েছেন এই সোশ্যাল মিডিয়াতেই। ভাইরাল হয়ছে প্রচুর ভিডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এক বিবাহ অনুষ্ঠানের ভিডিও যেখানে দেখা যায় নতুন বউ বিয়ের মন্ডপে হাতে গাছ কৌটো নিয়ে এবং দুই হাত ভর্তি মেহেন্দি পরে বলিউড হিন্দি আইটেম গান তেরে আখ কা কালো কাজল এর সাথে চরম নাচ নাচে। গানের সাথে সাথে নতুন বউয়ের কোমর দোলানোর ভিডিও তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।














Leonardo DiCaprio Shocks Fans by Naming The Dark Knight His Top Nolan Film