Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্যান্ট না পরে শুধুমাত্র ব্রা পরে কার্ভি ফিগার দেখালেন নোরা ফাতেহি, Oops Moment-এর ভিডিও ভাইরাল ইন্টারনেটে

Updated :  Monday, July 31, 2023 7:58 PM

নোরা ফাতেহী বলিউড ইন্ডাস্ট্রিতে বর্তমানে বেশ পপুলার হয়ে উঠেছেন। একের পর এক হিট আইটেম সং এ দুর্দান্ত নাচ প্রদর্শনের পরে তিনি বর্তমানে প্রায় সকলের পরিচিত মুখ। এক কথায় বলতে গেলে নোরা ফাতেহি ও হটনেস একই মুদ্রার দুই পিঠ। তাঁর কিলার এক্সপ্রেশনে ক্লিন বোল্ড হয়ে যায় পুরুষ নেটিজেনরা। বর্তমানে গ্ল্যামার ওয়ার্ল্ডে সর্বদাই লাইমলাইটে থাকেন এই অভিনেত্রী। একের পর এক ভিডিও ভাইরাল হয় নোরার।

নোরা ফাতেহি তাঁর অসাধারণ সুন্দর নাচের স্টেপ এর জন্য বেশ পরিচিত সকলের কাছে। আট থেকে আশি সকলেই এই নোরা ফাতেহিকে চেনেন। তাঁর ‘সাকি সাকি’, ‘দিলবার’, ‘কামারিয়া’ মিউজিক ভিডিওগুলি অত্যন্ত জনপ্রিয়। গ্ল্যামার ওয়ার্ল্ডের হটলিস্ট এর প্রথম সারিতেই থাকেন এই অভিনেত্রী। মিউজিক ভিডিও দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে তাঁর অভিনয় মন জয় করেছে অনেকেরই। বলা যেতে পারে, নৃত্যশৈলীর দমে নোরা ফাতেহি বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছে। এমনকি সেই সুবাদে আজকাল অনেক ড্যান্স রিয়েলিটি শোয়ের বিচারক হচ্ছেন তিনি।

বর্তমানে রেমো ডি সুজার সাথে কাজ করছেন নোরা। তাঁরা একটি ড্যান্স রিয়েলিটি শোতে বিচারক হবে যার নাম হিপ হপ ইন্ডিয়া। এটি আমাজন মিনি টিভিতে দেখা যাবে। আর এই শোয়ের সুবাদে একটি লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নোরা। সেই অনুষ্ঠানে তাঁর পোশাক দেখে রীতিমত রাতের ঘুম উড়ে গেছে ফ্যানদের। তাঁর পরনে ছিল শর্ট স্কার্ট, স্পোর্টস ব্রা এবং ওভারসাইজ ব্লেজার। কিন্তু সে ব্লেজারের বোতাম না আঁটায় দেখা যাচ্ছিল ক্লিভেজ। তাঁর এই পোশাকে স্পষ্ট হচ্ছিল তাঁর যৌবন কার্ভি ফিগার। আর এই ভিডিও এখন ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে। আপনি যদি দেখতে চান তাহলে এখানেই দেখে নিন।

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)