Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: পবন সিং এবং অক্ষরা সিংয়ের কামুক রেইন ডান্স ভক্তদের পাগল করেছে, ভিডিও দেখুন

Updated :  Friday, November 18, 2022 9:38 AM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। তাঁদের কিলার এক্সপ্রেশনের ফ্যান লক্ষ লক্ষ মানুষ। এই তালিকার মধ্যেই রয়েছেন ভোজপুরি হট অভিনেত্রী অক্ষরা সিং।

বেশিরভাগ সময় এই ভোজপুরি মিউজিক ভিডিওগুলি ইউটিউবে সুপার ট্রেন্ডিং হয়ে ওঠে। এক একটি ভিডিওতে লাইক ও কমেন্ট এর সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য আপনার। সেরকমই বিভিন্ন ভাইরাল ভিডিওতে নিজের উজ্জ্বল উপস্থিতি দিয়েছেন ভোজপুরী অভিনেত্রী অক্ষরা সিং। সম্প্রতি একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যাতে অক্ষরার সাথে তুমুল নাচ করেছেন পবন সিং। নাচের মাঝে বৃষ্টিস্নাত অবস্থায় দুই ভোজপুরি তারকার অন্তরঙ্গ মুহূর্ত রাতের ঘুম উড়িয়ে দিয়েছে লাখ লাখ নেটিজেনের।

ভোজপুরি এই ভাইরাল ভিডিওটির নাম, ‘হামরা জারি কে জানু জ্বাব নাইখে’। এতে বৃষ্টিতে ভিজে তারকা জুটির গভীর কেমিস্ট্রি মন জয় করে নিয়েছে নেটিজেনদের। গানটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে এবং নেটিজেনরা এই দম্পতির রোম্যান্সকে খুব পছন্দ করছেন। ভিডিওটি এখন পর্যন্ত ৭.৬ মিলিয়ন ভিউ পেয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, অক্ষরা সিং রবি কিষানের বিপরীতে ‘সত্যমেব জয়তে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি ২০১১ সালে পারিবারিক নাটক ‘প্রাণ যায়ে পার বচন না যায়’-এ কাজ করেন। পরে তিনি ২০১৬ সালে খেসারী লালের বিপরীতে রোমান্টিক নাটক ‘এ বালমা বিহার ওয়ালা’ এবং পবন সিংয়ের বিপরীতে আরও অনেক নাটকে অভিনয় করেন। তিনি ২০১৫ সালে কালা তিকা শোতে হিন্দি টেলিভিশনে উপস্থিত হয়েছিলেন। তারপরে অভিনেত্রীকে টেলিভিশন সিরিয়ালেও কাজ করেছিলেন। বর্তমানে অক্ষরা সিং ভোজপুরি ইন্ডাস্ট্রির এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন।