Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

PNB: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সুদের হারে বড় ছাড়, কমবে EMI-র বোঝা

Updated :  Tuesday, June 10, 2025 1:39 PM
PNB loan rates 2025

ঋণগ্রহীতাদের মুখে হাসি ফোটাতে ফেব্রুয়ারি ২০২৫-এ বড়সড় ঘোষণা করল পাবলিক সেক্টরের অন্যতম প্রধান ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। হোম লোন, গাড়ির ঋণ, শিক্ষালোন এবং পার্সোনাল লোন—এই চারটি প্রধান খাতে সুদের হার কমিয়ে দিল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। পাশাপাশি একাধিক চার্জও সম্পূর্ণ মকুব করা হয়েছে আগামী ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত। এই পদক্ষেপের ফলে মাসিক EMI-এর চাপ অনেকটাই হ্রাস পাবে, এমনটাই মনে করা হচ্ছে।

কোন কোন ঋণের হারে ছাড় দেওয়া হয়েছে?

হোম লোন:
হোম লোনের নতুন সুদের হার শুরু হয়েছে বার্ষিক ৮.১৫% থেকে। PNB-র ডিজিটাল স্কিমে গ্রাহকরা সর্বোচ্চ ₹৫ কোটি পর্যন্ত ঋণ পেতে পারেন। বিশেষ সুবিধা হিসাবে মার্চের শেষ পর্যন্ত প্রক্রিয়াকরণ ফি, ডকুমেন্টেশন চার্জ এবং প্রিপেমেন্ট পেনাল্টি একেবারে শূন্য করা হয়েছে।

  • Max Saver Home Loan: বার্ষিক ৮.৩০% হারে ঋণ, সঙ্গে ওভারড্রাফট ফ্যাসিলিটি।

  • Gen‑Next Home Loan: ৪০ বছরের নীচে বয়স এমন চাকরিজীবীদের জন্য নির্ধারিত ৮.১৫% হারে ঋণ।

কার লোন:
PNB Digi Car Loan এবং সাধারণ গাড়ির ঋণ এখন বার্ষিক ৮.৫০% হারে পাওয়া যাবে। প্রতি ₹১ লাখের ঋণে EMI পড়বে আনুমানিক ₹১,২৪০। গ্রিন বা ই-ভেহিকল লোনে অতিরিক্ত ০.০৫% ছাড় থাকছে, ফলে কার্যকর হার হবে ৮.৪৫%।

এডুকেশন লোন:

  • Digi Education, PM Vidyalaxmi ও PNB Pratibha স্কিমে সুদের হার শুরু ৭.৮৫% থেকে।

  • Saraswati স্কিমে যেসব প্রতিষ্ঠান প্রিমিয়ার নয়, সেখানে সুদের হার ৯.০০%।

পার্সোনাল লোন:
Pre-approved এবং Swaagat পার্সোনাল লোন মিলবে বার্ষিক ১১.২৫% হারে।

কেন এই সিদ্ধান্ত?

রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ৬.২৫% থেকে ৬.০০%-এ নামানো হয়েছে সাম্প্রতিক নীতিনির্ধারণী বৈঠকে। এর জেরেই PNB এই সুদ হ্রাসের সিদ্ধান্ত নেয়। এর ফলে ঋণ গ্রহণ আরও সাশ্রয়ী হবে এবং বাজারে ঋণগ্রহণের গতি বাড়বে বলে অনুমান।

প্রশ্নোত্তর (FAQ)

১. কবে থেকে PNB-র নতুন সুদের হার কার্যকর হয়েছে?
→ ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে এই পরিবর্তনগুলি কার্যকর হয়েছে।

২. হোম লোনে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে?
→ PNB-এর ডিজিটাল স্কিমে ₹৫ কোটি পর্যন্ত লোন নেওয়া যেতে পারে।

৩. পার্সোনাল লোনের সর্বনিম্ন সুদের হার কত?
→ ১১.২৫% বার্ষিক হারে পার্সোনাল লোন পাওয়া যাচ্ছে।

৪. গাড়ির লোনে গ্রিন ভেহিকলের জন্য অতিরিক্ত সুবিধা কী?
→ ই-ভেহিকলের ক্ষেত্রে অতিরিক্ত ০.০৫% সুদের ছাড় দেওয়া হচ্ছে।

৫. প্রিপেমেন্ট চার্জ কখন পর্যন্ত মকুব থাকবে?
→ ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত প্রিপেমেন্ট চার্জ নেওয়া হবে না।